হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরলেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। বুধবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয় ধর্মেন্দ্রকে। বাবা-কে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বুধবার সকালেই হাসপাতালে এসে পৌঁছন ববি দেওল। ধর্মেন্দ্র সুস্থ হয়ে উঠেছেন। তাই প্রবীণ অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ধর্মেন্দ্রকে বাড়ি ফিরিয়ে আনতে হাসপাতালে যান পরিবারের সদস্যরা। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে বাড়ি নিয়ে যাওয়া হয় ধর্মেন্দ্রকে। উল্লেখ্য, শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। এখন তিনি সুস্থ আছেন বলেই জানা গিয়েছে।
#WATCH | Mumbai, Maharashtra: Dr Pratit Samdani, Breach Candy Hospital, says, "Dharmendra Deol was discharged from the hospital at 7.30 am today. His family is taking care of him at their residence. Pray that his treatment, management and recovery continue." pic.twitter.com/HOJQAO6Df2
— ANI (@ANI) November 12, 2025
ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ডাঃ প্রতিত সামদানি বলেন, "ধর্মেন্দ্র দেওলকে বুধবার সকাল ৭.৩০ মিনিটে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর পরিবার বাসভবনে তাঁর যত্ন নিচ্ছে। প্রার্থনা করুন যে তাঁরা চিকিৎসা, ব্যবস্থাপনা এবং আরোগ্য অব্যাহত থাকুক।" ধর্মেন্দ্রকে বাড়ি ফিরিয়ে আনতে এদিন হাসপাতালে যান পরিবারের সদস্যরা। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে বাড়ি নিয়ে যাওয়া হয় ধর্মেন্দ্রকে। উল্লেখ্য, শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। এখন তিনি সুস্থ আছেন বলেই জানা গিয়েছে। বাড়িতেই আপাতত চলবে চিকিৎসা।