Deepika-Ranveer Wedding Video: অপেক্ষার পালা শেষ, ৫ বছর পর সামনে এলো দীপিকা-রণবীরের বিয়ের ভিডিও, দেখুন

বিয়ের পাঁচ বছর পর প্রথমবারের মতো কফি উইথ করণ শোতে দীপিকা পাডুকন ও রণবীর সিং-এর বিয়ের ভিডিও দেখানো হয়েছে।

Deepika-Ranveer (Photo Credit: Instagram)

মুম্বই: পাঁচ বছর পর দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং-এর বিয়ের ভিডিও প্রকাশ। ২০১৮ সালে ইতালিতে বিয়ে করেন এই দম্পতি। বিয়ের পর থেকেই ভক্তরা তাঁদের বিয়ের ভিডিওর জন্য অপেক্ষা করছিলেন, আর এখন সেই অপেক্ষার পালা শেষ। প্রথমবারের মতো কফি উইথ করণে (Koffee With Karan 8) দীপিকা পাডুকন (Deepika Padukone) ও রণবীর সিং (Ranveer Singh)-এর বিয়ের ভিডিও (Wedding Video) দেখানো হয়েছে। যা দেখে ভক্তরা বেশ উত্তেজিত হয়ে পড়েছেন। ভিডিওটিতে রণবীর-দীপিকার বিয়ের বিশেষ মুহূর্তগুলি দেখানো হয়েছে, যাতে দুজনকে পরিবারের সঙ্গে মজা করতে দেখা যাচ্ছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। পাশাপাশি এই বলি জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের ভক্তরা।

দেখুন ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by Vishal Punjabi (@theweddingfilmer)