Deepika Padukone, Alia Bhatt, Karisma Kapoor and Madhuri Dixit Nene (Photo Credits: Instagram)

কলকাতা: সামনেই মকর সংক্রান্তি (Makar Sankranti) এটি ভারতের একটি বিশেষ উৎসব। সারাদেশজুড়ে মকর সংক্রান্তি বিভিন্ন নামে ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। এই বছর ১৫ জানুয়ারি মকর সংক্রান্তির শুভ উত্সব পালিত হবে। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন এই দিনটি পালিত হয়। পশ্চিমবঙ্গে এই দিনটি পৌষ পার্বণ হিসেবে পালিত হয়। গ্রাম বাংলার সব ঘরেই এদিন সকাল থেকে চলে পিঠে-পুলির আয়োজন। আরও পড়ুন: Makar Sankranti 2024 Khichdi Recipe: পৌষ পার্বণে আপনার জন্য রইল বিশেষ কিছু খিচুড়ির রেসিপি, দেখুন

উৎসবটি গুজরাটে উত্তরায়ণ হিসেবে পালিত হয়, সেখানে এই উৎসবটি উদযাপনে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার আয়োজন করা হয়। মহারাষ্ট্রে মহিলারা এদিন কালো রঙের পোশাক পরেন। আর এই মকর সংক্রান্তিতে কালো রঙের পোশাক পরে উৎসব উদযাপন করা হয় বলে আমরা আপনাদের জন্য কিছু কালো রঙের লুক হাইলাইট করেছি। আমরা কিছু কালো শাড়ি হাইলাইট করব, আপনি এই উৎসবে সেগুলির মধ্যে একটি লুক বেঁছে নিতে পারেন।

দেখুন কালো শাড়িতে বলি সুন্দরীদের আকর্ষণীয় লুক-

অভিনেত্রী মাধুরী দীক্ষিত   (Madhuri Dixit Nene) 

Madhuri Dixit Nene (Photo Credits: Instagram)

 

পরিণীতি চোপড়া (Parineeti Chopra)

Parineeti Chopra (Photo Credits: Instagram)

 

করিশ্মা কপূর 

Karisma Kapoor (Photo Credits: Instagram)

 

মৌনী রায় (Mouni Roy)

Mouni Roy (Photo Credits: Instagram)

 

দীপিকা পাড়ুকোন  (Deepika Padukone)

Deepika Padukone (Photo Credits: Instagram)

 

আলিয়া ভাট (Alia Bhatt) 

Alia Bhatt (Photo Credits: Instagram)

 

শুভ মকর সংক্রান্তি।