বিশ্বজুড়ে সিনেপ্রেমী দর্শকদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ৩ সেপ্টেম্বরকে ঠিক করেছিল জাতীয় সিনেমা দিবস হিসাবে, যেখানে সিনেমাপ্রেমী মানুষ তাঁদের পছন্দের ছবিগুলো বড়পর্দায় কম মূল্যের টিকিটে দেখতে পারে। মাত্র ৩ ডলার খরচা করে মার্কিন বাসিন্দারা সেখানকার সিনেমা হলে সেই দিন সিনেমা দেখেন।
বিদেশের এই উদ্যোগ দেখে ভারতের মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলির সংগঠন (Multiplex Association Of India) ১৬ সেপ্টেম্বর জাতীয় সিনেমা দিবস ঘোষণা করেন। এবং বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় প্রেক্ষাগৃহে মাত্র ৭৫ টাকায় বিনিময়ে সেদিন দেখা যাবে সিনেমা। বিবৃতিতে আরও বলা হয়েছে যে সিনেমা চেইন পিভিআর, আইনক্স, সিনেপলিস কার্নিভাল, মীরা, সিটিপ্রাইড, এশিয়ান, মুক্তা এ২, মুভি টাইম, ওয়েভ, এম২কে, এবং ডিলাইটসহ ৪০০০ টিরও বেশি মাল্টিপ্লেক্স স্ক্রিন জাতীয় সিনেমা দিবসে অংশগ্রহণ করবে।
National Cinema Day will be held at more than 4000 participating screens and will include cinema screens of PVR, INOX, CINEPOLIS, CARNIVAL, MIRAJ, CITYPRIDE, ASIAN, MUKTA A2, MOVIE TIME, WAVE, M2K, DELITE and many others. pic.twitter.com/nVpM5neXd1
— Multiplex Association Of India (@MAofIndia) September 2, 2022
গত ২ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করেছিল ভারতের মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন। কিন্তু আজ ১৩ সেপ্টেম্বর এই তারিখটি পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন। ১৬-র পরিবর্তে এটি এখন ২৩ সেপ্টেম্বর পালন করা হবে।
The National Cinema Day was previously announced to be held on 16th September, however, on request from various stake holders and in order to maximize participation, it would now be held on 23rd September #NationalCinemaDay2022 #Sep23 pic.twitter.com/c5DeDCYaMD
— Multiplex Association Of India (@MAofIndia) September 13, 2022