২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আর বাল্কি নির্দেশিত ছবি 'চুপ'। এই ছবিতে সুরকার হিসাবে আত্মপ্রকাশ করবেন সুপারস্টার অমিতাভ বচ্চন। এই তথ্যে শিলমোহর দিয়েছেন পরিচালক। গল্প এবং গল্প বলার ক্ষেত্রে তার মৌলিকতার জন্য বলিউডে পরিচিত আর বাল্কি (R Balki), সেক্ষেত্রে বলাই যায় 'চুপ' হল চলচ্চিত্র নির্মাতা আর বাল্কির এখন পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য একটি চলচ্চিত্র।
আজ মুক্তির তারিখ ও পোস্টার প্রকাশ করে আর বাল্কি বলেন, চুপ ছবিটি একটি রোমান্টিক সাইকোপ্যাথ থ্রিলার, ' চিনি কম রিলিজ -এর পরেই এই গল্পের চিন্তা করেছিলেন এবং অনেক পরে সেটি লেখার সিদ্ধান্তও নিয়েছিলেন।'চুপ' একাধিক কারণে তাঁর কাছে বিশেষ। সবচেয়ে বড় কারণ হল এটির সঙ্গীত রচয়িতা হিসেবে অমিতাভ বচ্চনের অফিসিয়াল আত্মপ্রকাশ। তিনি জানান- অমিতজি 'চুপ' দেখেছেন এবং তাঁর পরেই একটি সহজাত মূল সুর বাজালেন তাঁর পিয়ানোতে। চলচ্চিত্রের প্রতি তার অনুভূতি প্রকাশ করার, শ্রদ্ধা জানানোর উপায়। অমিতাভের লেখা গানটি চলচ্চিত্রকে প্রদান করা তার উপহার যেটি 'চুপ'-এর শেষ টাইটেল ট্র্যাক হবে।
ছবিতে অভিনয় করেছেন সানি দেওল, দুলকার সালমান, শ্রেয়া ধনোয়ানথারি এবং পূজা ভাট। মূল গল্পটি আর বাল্কির, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন আর বাল্কি, সমালোচক-লেখক রাজা সেন এবং ঋষি ভিরমানি।ছবিটি প্রযোজনা করেছেন প্রয়াত শেয়ার বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা, অনিল নাইডু, ড. জয়ন্তীলাল গাদা (পেন স্টুডিও) এবং গৌরী শিন্ডে