পশ্চিমবাংলায় প্রভাস অভিনীত বিতর্কিত সিনেমা 'আদিপুরুষ' নিষিদ্ধ করার দাবিতে দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা। আগামিকাল, সোমবার এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে। মামলাটি করেছেন দেব দ্বীপমন্ডল ও তন্ময় বসু। জনস্বার্থ মামলাটিতে বলা হয়েছে 'আদিপুরুষ' সিনেমাটি মহাকাব্য রামায়ণের থেকে অনুপ্রাণিত হলেও, সিনেমার নির্মাতারা সেসব মাথায় না রেখে মহাকাব্যের অপমান করেছেন। ওম রাউত পরিচালিত এই সিনেমায় আপত্তিকর সংলাপের পাশাপাশি যৌনতার দৃশ্য সুড়সুড়ির কথাও বলা হয়েছে এই মামলায়। তাই আদিপুরুষ প্রদর্শন নিষিদ্ধ করা হোক। এমন যুক্তিতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।
এর আগে বাংলায় 'দ্য কেরালা ফাইলস' নিষিদ্ধ করা হয়। পরে অবশ্য আদালতের নির্দেশে আদা সিনেমার ওপর থেকে ব্যান ওঠে।
দেখুন টুইট
#CalcuttaHighCourt on June 27 will hear a crucial PIL seeking ban on the screening of '#Adipurush' in WB.
PIL has been filed by Debdeep Mondal, Tanmay Basu, has claimed that although the film has been inspired by the great Indian epic of Ramayana, in reality the events depicted… pic.twitter.com/qKgvN3lARc
— IANS (@ians_india) June 25, 2023
গত ১৬ জুন মুক্তি পাওয়ার পর থেকেই ওম রাউতের আদি পুরুষ-কে নিয়ে জোর সমালোচনা হচ্ছে। হনুমানের মুখে একেবারে চলতি কথার সংলাপ শুনে অনেকেই অবাক হয়েছেন। ছবিতে সংলাপ বদল করে, টিকিটের দাম কমালেও আদিপুরুষ নিয়ে মুখ ঘুরিয়ে নেয় মানুষ।