অবশেষে মুক্তি পেল ব্রহ্মাস্ত্র সিনেমার গান কেশরিয়ার পুরো গানটি। এই গানের এক ঝলক প্রথমবার অনুগামীদের সামনে এসেছিল রণবীর ও আলিয়ার বিয়ের দিনে , এনেছিলেন স্বয়ং পরিচালক অয়ন মুখোপাধ্যায়। রবিবার সকালে ইউটিউবে গান মুক্তির সাথে সাথে ফের ভাইরাল অরিজিৎ সিং-য়ের কন্ঠের এই গান কেশরিয়া(Kesariya)।ইতিমধ্যেই প্রায় ৩ মিলিয়ন অর্থাত ৩২ লাখ ছাড়িয়ে গেছে গানের ভিউ।
প্রীতম-অমিতাভ-অরিজিৎ এই জুটির বেশ কয়েকটি গান বলিউডে ব্যাপকহারে জনপ্রিয়তা পেয়েছে। এবার সেই তালিকায় নতুন নাম কেশরিয়া। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, সুর দিয়েছেন প্রীতম(Pritam) ও গানটি গেয়েছেন অরিজিৎ সিং। রবিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার আগে শনিবার সিডনিতে এই গানটি নিজের কনসার্টে গেয়েছেন অরিজিৎ সিং। সেই কনসার্টের ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
Kesariya | Arijit Singh Live Sydney ❤️🙈#ArijitSingh #Kesariya
KESARIYA SONG TMRW pic.twitter.com/VkidMQn51a
— ARIJITIAN FANS (@arijitianfans) July 16, 2022
গান প্রকাশ্যে আসতেই অনুরাগীরা শেয়ার করেছেন গানের ভিডিও। অনেকেই এই গানকে বছরের সেরা গান হিসাবে এখনই মনোনিত করেছেন, কেও কেও এই গানকে ২০২২ এর প্রেমের গান বলে টুইট করেছেন।
This is magical😍#Kesariya is love anthem of the year 2022 ❤️ pic.twitter.com/FXDUFSIhNw
— Sweetie (@Its__Sweetie) July 17, 2022
SONG OF THE YEAR FINALLY 😭😭😭❤️#Kesariya #Brahmastra #RanbirKapoor #AliaBhatt pic.twitter.com/ETiJzpcolV
— A y a a n ²²/⁷ (@seeuatthemovie) July 17, 2022
#Kesariya is undoubtedly song of the year, it is just treat for audience.. #ArijitSingh magical voice and #Pritam composition takes this song to just another world.#RanbirKapoor & #AliaBhatt chemistry is delightful to watch. pic.twitter.com/6AbYxgf1gm
— Shivam Kumar (@PredictionSmp) July 17, 2022