Photo Credit_Twitter

একের পর এক বলিউড ছবি মুখ থুবড়ে পড়েছে এই বছর। তবে করণ জোহর প্রযোজিত এবং অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে প্রত্যাশা জাগাচ্ছে। যদি সব ঠিক থাকে তাহলে বহুদিন পর বলিউড একটি হিট ছবি পেতে চলেছে অয়ন-রণবীর-আলিয়ার হাত ধরে। সঙ্গে রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায়। এটা বলার কারণ, এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মেট্রো এবং ছোট শহরের মাল্টিপ্লেক্স উভয় ক্ষেত্রেই অগ্রিম বুকিং বেশ চোখে পড়ার মতো।দেশের অগ্রিম বুকিং উইকেন্ডের জন্য দুর্দান্তভাবে ভাল খবর বলেই মনে করছে বলিউড বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই যে খবর সামনে এসেছে তাতে মাল্টিপ্লেক্স চেইনে  এখনো পর্যন্ত ১লাখ টিকিট বিক্রি হয়েছে। সেই খবর জানিয়েছেন বিশেষজ্ঞ তরণ আদর্শ।