আর কিছুদিনের অপেক্ষা , অয়ন মুখার্জির পরিচালনায় প্রেক্ষাগৃহে আসতে চলেছে ব্রহ্মাস্ত্র। এই ছবির শুভ কামনায় অভিনেতা রনবীর ও আলিয়া কে নিয়ে মহাকাল মন্দিরে উপস্থিত ছিলেন নির্দেশক। কিন্তু রণবীরের পুরানো গরুর মাংস খাওয়ার মন্তব্যের অভিযোগে আলিয়া ও রণবীরের বিরুদ্ধে উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরের বাইরে অনুষ্ঠিত বিক্ষোভের চোটে তাঁরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেনি । সেই ঘটনার প্রতিক্রিয়ায় একটি সাক্ষাত্কারে অয়ন মুখার্জি তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জানিয়েছেন, "আমার খারাপ লাগছিল যে রণবীর ও আলিয়া আমার সঙ্গে মহাকালেশ্বর মন্দিরে দর্শনে আসতে পারেননি। আমার মোশন পোস্টার প্রকাশের আগে আমি মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলাম। এবং, আমি নিজেই বলেছিলাম যে আমি আমার ছবি মুক্তির আগে অবশ্যই এখানে আসব। এবং, দুজনেই (রণবীর এবং আলিয়া) আমার সাথে আসতে আগ্রহী ছিলেন। কিন্তু, যখন আমরা সেখানে পৌঁছে এই ঘটনাটি শুনলাম, তখন সেখানে যা ঘটেছিল তা নিয়ে আমার খারাপ লেগেছিল। আমি তখন রণবীর ও আলিয়াকে বলেছিলাম আমাকে একা যেতে দাও। দেখুন সেই সাক্ষাৎকারের ভিডিও -
#WATCH| Film Director Ayan Mukerji responds to protests held outside Mahakaleshwar Temple in Ujjain against Alia&Ranbir allegedly over Ranbir's old beef-eating comment
"I was feeling really bad that Ranbir & Alia did not come with me for darshan at Mahakaleshwar temple," he says pic.twitter.com/tsxCoobfmF
— ANI (@ANI) September 7, 2022