বক্স অফিসে একেবারে হতাশ করছে অক্ষয় কুমারের সেলফি। রিলিজের দিন দক্ষিণের সিনেমার রিমেক রাজ মেহতা পরিচালিত 'সেলফি' মাত্র আড়াই কোটি টাকার মত ব্যবসা করল। করণ জোহারের ধর্মা প্রডোকাশনের ব্যানারে তৈরি এই সিনেমা মাল্টিপ্লেক্স জাতীয় চেনগুলিতে মাত্র ব্যবসা করল ১ কোটি টাকার মত। অথচ প্রচারে একেবারেই খামতি ছিল না অক্ষয়-ইরমান হামির এই সিনেমার। অক্ষয় কুমারের মত মহাতারকার সিনেমা হয়েও রিলিজের দিনে এত কম টাকার ব্যবসা করা সত্যিই অপ্রত্য়াশিত। শাহরুখ খানের পাঠানের মহাসাফল্যের মাঝে আরও চোখে লাগছে অক্ষয়-ইরান হাসমির এই সিনেমার বক্স অফিস রিপোর্ট। অবাক করা কথা হল পাঠান- পঞ্চম সপ্তাহে পড়ে কিছু জায়গায় প্রথম দিনের সেলফি-র থেকে বেশী টাকার ব্যবসা করেছে। পাঠান ঝড়ে এর আগে উড়ে গিয়েছিল কার্তিক আরিয়ানের শেহজাদা।
মাল্টিপ্লেক্স, সিঙ্গল স্ক্রিন কোথাও ব্যবসা দিতে পারছে না করণ জোহর প্রযোজিত, রাজ মেহতা পরিচালিত সেলফি। এমনও শোনা যাচ্ছে বেশ কিছু জায়গায় দর্শক একেবারে কম থাকায় শো বাতিলও করতে হয়। অক্ষয় কুমারের সিনেমায় যা ভাবা যায় না। শনি, রবিবার বক্স অফিসে অপ্রত্য়াশিত কিছু করতে না পারলে অক্ষয়ের কেরিয়ারে আরও একটা বড় ফ্লপ হতে চলেছে সেলফি। অথচ চিত্র সমালোচকরা কিন্তু একেবারে কম নম্বর, রেটিং দেয়নি সেলফিকে। সেটাই এখন একমাত্র ভরসার অক্ষয়ের সেলফির কাছে। উইকএন্ডে দর্শকরা যদি চিত্র সমালোচকদের কথা শুনে হলে রেকর্ডভাবে ভিড় জমান, তাহলেই একমাত্র মুখ বাঁচতে পারে সিনেমার। অগ্রিম বুকিং একেবারে খারাপ থাকায় সেলফি-র বক্স অফিসের শুরুর রিপোর্ট আরও খারাপ দেখায়। আরও পড়ুন-কান্তারা টু-তে থাকছেন ঊর্বশী রাউতেলা? উত্তর ঋষভ শেট্টির
দেখুন টুইট
#ShahRukhKhan𓀠 last flops in 10 years : Zero,Fan,JHMS etc.#AkshayKumar last flops in 2 years:
Bell Bottom, Ramsetu, Rakshabandhan,PRC, Bacchan Pandey and latest #Selfiee
Fan opening 19cr nett
Zero opening 18cr nett
Any of #AkshayKumar movies haven't crossed JHMS opening 2022 pic.twitter.com/3uEp48QaUH
— OO7🚬ʲᵃʷᵃⁿ🇮🇳 (@AGENT___OO7) February 25, 2023
গত তিন বছরে টানা ১০টা সিনেমা ফ্লপ হতে চলেছে অক্ষয়ের। 'বেল বটম', 'বচ্চন পান্ডে', 'রাম সেতু', 'সম্রাট পৃথ্বিরাজ', 'রক্ষা বন্ধন', 'রাম সেতু'-র চেয়েও বড় ফ্লপ হতে পারে সেলফি। অথচ ২০১৩ থেকে অক্ষয়ের সিনেমা মানেই সুপার হিট, মেগা হিট। 'স্পেশাল ২৬' থেকে 'হলিডে', 'বেবি', 'এয়ারলিফট', 'জলি এলএলবি টু', 'টয়লেট:এক প্রেম কথা', 'প্যাডম্যান', 'কেশারি'- একের পর এক অবিশ্বাস্য সাফল্য পেতে থাকেন অক্ষয়। কিন্তু ২০২০-থেকে অক্ষয়ের কেরিয়ারে যেন রাহুর দশা। তাঁর একের পর এক বড় বাজেটের ছবি একেবারে মুখথুবড়ে পড়ে।