Yogi Adityanath's Holy Dip (Photo Credit: X/IANS)

Ajey: The Untold Story of a Yogi: বোম্বে কোর্টের ছাড়পত্র পেয়ে এবার মুক্তি পেতে চলেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জীবনের ওপর তৈরি হওয়া সিনেমা 'অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ এ যোগি'। ২৯টি কারণ দেখিয়ে সেন্সর বোর্ড (CBFC) রবীন্দ্র গৌতম পরিচালিত এই সিনেমাটির ট্রেলার, টিজার এবং প্রোমোশনাল গানের সার্টিফিকেশন প্রত্যাখ্যান করেছিল। এরপরই সিবিএফসি-কে চ্য়ালেঞ্জ জানিয়ে জুলাই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছবিটির নির্মাতারা। বোম্বে হাইকোর্টের দুই বিচারপতি বিচারপতি রেভতি মহিতে দেরে ও নীলা গোখালে যোগী আদিত্যনাথের জীবনের ওপর তৈরি হওয়া সিনেমা দেখার পর সিদ্ধান্ত দেন এতে কোনো আপত্তিকর বিষয় নেই এবং কোন কাটছাঁটের প্রয়োজন নেই। CBFC মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিস থেকে 'No Objection Certificate' (NOC) চেয়েছিল, যা আদালত অসংবিধানিক বলে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে। সব ঠিক থাকলে আগামী মাসে 'বেঙ্গল ফাইলস'-এর আগেই সিনেমাটি মুক্তি পেতে চলেছে বলে জল্পনা।

কোথায় আপত্তি সেন্সর বোর্ড, কী বলল বোম্বে হাইকোর্ট

সেন্সর সার্টিফিকেটের জন্য প্রদর্শনের পর CBFC দাবি করেছিল, সিনেমাটি বেশ কিছু কোড অফ কনডাক্ট ভেঙেছে। এবং কিছু দৃশ্যকে জাতিগত বা ধর্মীয়ভাবে আপত্তিকর, মানহানিকর এবং শান্তি বিঘ্নিত করার সম্ভাব্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে বোম্বে হাইকোর্ট অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগি’-তে আপত্তিকর কিছুই পায়নি। আদালতের রায়ে স্পষ্ট জাাননো হয়েছে, কোন কাটাছাঁটাই ছাড়াই এই সিনেমাটি যে কোনও সিনেমা হলে দেখাতে কোনও বাধা নেই। ২০১৭ সালে প্রকাশিত শান্তনু গুপ্তার লেখা বই 'The Monk Who Became Chief Minister' (২০১৭) থেকে সিনেমাটি তৈরি করা হয়েছে। এই বইটি যোগী আদিত্যনাথের জীবন এবং রাজনৈতিক যাত্রার উত্থান তুলে ধরা হয়েছে। কীভাবে সাধারণ পরিবারের একজন সাধু বা যোগি থেকে আদিত্যনাথ হয়ে উঠলেন দেশের সবচেয়ে প্রভাবশালী রাজ্যের মুখ্যমন্ত্রী-সেটিই এই সিনেমাটিতে দেখানো হবে। নরেন্দ্র মোদীর পর এবার যোগী আদিত্যনাথের জীবনের ওপর সিনেমা দর্শকদের মধ্য়ে ঝড় তুলবে বলে আশা পরিচালক রবীন্দ্র গৌতমের।

দেখুন সিনেমাটির ট্রেলর

সিনেমাটির গল্প কী নিয়ে

সম্রাট সিনেমাটিক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড প্রযোজিত সিনেমাটির গল্পের শুরু হয় অজয় সিং বিস্তর থেকে। যিনি ছিলেন খুবই লাজুক ও অন্তর্মুখী ছেলে, উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় একটি সাধারণ পরিবারের সন্তান (আগে এটি উত্তর প্রদেশের অংশ ছিল)। গল্পের প্রেক্ষাপট হিসেবে চিত্রিত হয়েছে উত্তরাখণ্ডের শান্ত হিমালয়। এতে অজয়ের দূরবর্তী গ্রামে সাধারণ জন্ম ও বেড়ে ওঠার জীবন বিশেষভাবে তুলে ধরা হয়েছে।