Tiger Shroff - Disha Patani: বলিউডে ফের ভাঙল সম্পর্ক, বিচ্ছেদ টাইগার-দিশার, গুঞ্জন
Tiger Shroff, Disha Patani (Photo Credit: File Photo)

মুম্বই, ২৭ জুলাই: ৬ বছরের সম্পর্কের ইতি। বিচ্ছেদের পথে টাইগার শ্রফ ( Tiger Shroff) এবং দিশা পাটানি (Disha Patani)। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে এমন গুঞ্জন। কেন টাইগার শ্রফ এবং দিশা পাটানি বিচ্ছেদের পথে হাঁটলেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে টাইগার, দিশার যে বিচ্ছেদ সম্পন্ন, সে বিষয়ে কানাঘুষো শোনা যাচ্ছে।

জানা যাচ্ছে, টাইগার শ্রফ এবং দিশা পাটানি দুজনেই সিঙ্গল বর্তমানে। তাঁরা দুজনে নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। ৬ বছর ধরে সম্পর্কের পর অবশেষে টাইগার, দিশা কেন বিচ্ছেদের পথ হাঁটলেন, সে বিষয়ে দুই পরিবারের তরফেও কোনও মন্তব্য করা হয়নি। দিশার সঙ্গে বিচ্ছেদের পর টাইগার বর্তমানে লন্ডনে রয়েছেন। সেখানেই তিনি তাঁর পরবর্তী ছবির শ্যুটিং শুরু করেছেন।

আরও পড়ুন:  Kareena Kapoor Khan: করণের কাছে আসছেন করিনা, ছবিতে চমকে উঠলেন অনুরাগীরা

বিচ্ছেদের প্রভাব কাটাতেই কি টাইগার আরও বেশি করে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছেন! এমন প্রশ্নই উঠছে বি টাউনে।