হৃতিক রোশন (Hrithik Roshan) এবং টাইগার শ্রফ (Tiger Shroff ) সুপার হাইপড সিনেমা 'ওয়ার' (War) বক্স অফিসের যুদ্ধে প্রথম দিনে বড় সাফল্য পেল। আদিত্য চোপড়া প্রযোজিত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকাশন থ্রিলার সিনেমা প্রথম দিনে ৫০ কোটি টাকার ব্যবসা করল। গান্ধী জয়ন্তী ও নবরাত্রির ছুটির সুযোগ নিয়ে 'ওয়ার'প্রত্যাশার চেয়ে বেশিই ব্যবসা করল। হৃতিক-টাইগারের ওয়ার প্রথম দিনের ব্যবসার বিষয়ে ছাপিয়ে গেল সলমন খানের ভরতকে। প্রসঙ্গত, চার হাজার প্রেক্ষাগৃহে রিলিজ করে ওয়ার।
সলমনের ভরত প্রথম দিনে ৪২.৩০ কোটি টাকার ব্যবসা করেছিল। তবে অমিতাভ বচ্চন- আমির খানের সুপারফ্লপ সিনেমা 'থাগ অফ হিন্দোস্তান' (৫২ কোটি টাকা)-কে ছাপাতে পারল না 'ওয়ার'। বক্স অফিস ব্যবসার বিশেষজ্ঞরা আন্দাজ করেছিলেন 'ওয়ার' প্রথম দিনে ৪৫ কোটি টাকার ব্যবসা করতে পারে। তবে তার চেয়ে বেশি টাকার ব্যবসা করে সুপার থার্টির পর আরও এক বড় হিট দেওয়ার পথে হৃতিক রোশন। যদিও ওয়ার-এর আসল পরীক্ষা এবার শুরু হবে। আগামী তিনদিন এই সিনেমা কত টাকা ব্যবসা করে তার ওপরেই নির্ভর করছে ওয়ার-এর ভবিষ্যৎ। আরও পড়ুন-টেস্টে সেঞ্চুরির অভিষেক মায়াঙ্ক আগরওয়ালের, দেড়শো টপকে গেলেন রোহিত শর্মা
#WAR Day-1 ₹ 50 cr nett approx.
Cheetey ki chaal, baaz ki nazar aur Sumit kadel k prediction pe sandeh nahi karte.. HISTORIC COLLECTION despite 800-1000 lesser screens than Thugs. https://t.co/pkvt76R3fE
— Sumit kadel (@SumitkadeI) October 2, 2019
চিত্র সমালোচকরা আড়াই ঘণ্টার এই সিনেমাকে বিশেষ নম্বর দেননি। তবে অ্যাকাশন প্রেমী দর্শকদের জন্য বিনোদনের ভাল সিনেমা বলা হয়েছে 'ওয়ার'-কে।