Heeramandi: 'হীরামান্ডিতে' পাকিস্তানি মাহিরা খান, ফাওয়াদ খানকে কাস্ট করানোর ইচ্ছে ছিল, জানালেন বনশালি
Mahira Khan, Fawad Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১ মে: হীরামান্ডি-র (Heeramandi) গল্প যখন তাঁর মাথায় আসে, সেই সময় তিনি একাধিক অভিনেতা, অভিনেত্রীকে কাস্ট করার ভাবেন। সেই ভাবনা থেকে এক সময় তাঁর পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান এবং মাহিরা খানের কথা মাথায় আসে। হীরামান্ডি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর এমনই জানালেন পরিচালক সঞ্জয় লীলা  বনশালি (Sanjay Leela Bhansali )।

পরিচালক সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, প্রথমে তিনি হীরামান্ডির জন্য রেখাজির কথা ভাবেন। তারপর তাঁর মাথায় আসে করিনা কাপুরের কথা। এরপর কখনও রানি মুখোপাধ্যায়কেও কল্পনা করেন। সবশেষে তাঁর মাথায় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান (Mahira Khan) এবং ফাওয়াদ খানের (Fawad Khan) কথাও ঘোরাফেরা করতে শুরু করে বলে জানান সঞ্জয় লীলা বনশালি।

গত ১৮ বছর আগে তিনি যে প্লট ভাবেন, তা এতদিন ধরে পালটাতে শুরু করে। অবশেষে তিনি হীরামান্ডির জন্য কাস্ট করেন মণীশা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দরি, সঞ্জিদা শেখ, শেখর সুমন,  অধ্যায়ন সুমনদের মত অভিনেতাদের। বনশালির এই ছবিতে ফারদিন খান নতুন করে 'কামব্যাক' করেন। বিশেষ চরিত্রে দেখা যাবে ফরিদা জালালকেও।