Virat Kohli-Anushka Sharma (Photo Credit: Instagram)

মুম্বই, ১১ ডিসেম্বরঃ  ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং বলি অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) বিবাহের পাঁচ বছরপূর্ণ হল আজ (Virat-Anushka Fifth Anniversary)। ২০১৭ সালের ১১ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন বিনোদন এবং ক্রীড়া জগতের দুই খ্যাতনামা তারকা। ইতালির তাস্কানিতে (Tuscany Italy) গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং সেরেছিলেন ‘বিরুষ্কা’ (Virushka)। পরিজন এবং কাছের বন্ধুদের উপস্থিতিতেই বিরাট-অনুষ্কার (Virat-Anushka) চার হাত এক হয়েছিল।

বিয়ের পাঁচ বছর পূর্ণ করে ফেলেছেন দম্পতি। ‘বিরুষ্কা’র দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ২০১৭ সালে পরিণতি পেয়েছিল। বিরাটের প্রতিটা ম্যাচে মাঠে উপস্থিত থেকেছেন তাঁর অর্ধাঙ্গিনি অনুষ্কা। একটা সময় বিরাটের ব্যাটে রান না ওঠায় নিন্দুকদের থেকে হাজারো সমালোচনা শুনতে হয়েছে প্রাক্তন অধিনায়ককে। কিন্তু সেই খারাপ সময় সর্বক্ষণ ঢাল হয়ে স্বামীর পাশে থেকেন অনুষ্কা। ‘বিরুষ্কা’র রসায়ন বরাবরই মুগ্ধ করে এসেছে তাদের অনুগামীদের। বলিউডের ‘পিকচার পারফেক্ট কপল’ এর এক জ্বলন্ত নিদর্শন হয়ে উঠেছেন তারা।

গত বছর ২০২১ সালে ‘বিরুষ্কা’র (Virushka) পরিবারে এসেছে তাদের প্রথম সন্তান ভামিকা (Vamika)। মেয়ের আগমন বিরাট-অনুষ্কার পরিবারকে সম্পূর্ণ করেছে। আজ ১১ ডিসেম্বর ‘বিরুষ্কা’র পঞ্চম বিবাহবার্ষিকীতে চলুন দেখে নেওয়া যাক যুগলের একসঙ্গে কাটানো সেরা কিছু মুহূর্ত, যা মুগ্ধ করেছে ভিক্তমহলকে।

পাহাড়ের কোলে 'বিরুষ্কা'

Virat Kohli-Anushka Sharma (Photo Credits: Instagram)

একসঙ্গে দিওয়ালি উদযাপন

Virat Kohli-Anushka Sharma (Photo Credits: Instagram)

বিয়ের অনুষ্ঠানে 'বিরুষ্কা' 

Virat Kohli-Anushka Sharma (Photo Credits: Instagram)

কারওয়া চৌথে 'বিরুষ্কা' 

Virat Kohli-Anushka Sharma (Photo Credits: Instagram)

মেয়ে ভামিকার সঙ্গে 'বিরুষ্কা' 

Virat Kohli-Anushka Sharma (Photo Credits: Instagram)