মুম্বই, ৯ এপ্রিলঃ শরীরচর্চা, জিম, যোগা নিয়ে তারকাদের মধ্যে বেশ উন্মাদনা লক্ষ করা যায়। নিয়মিত শরীরচর্চা তাঁদের নিত্য দিনের রুটিনের অপরিহার্য একটা অঙ্গ। তারকারা একসঙ্গে জিম করার ছবিরও শেয়ার করেন নিজের অনুরাগীদের সঙ্গে। এমনই এক ছবি উঠে এল অভিনেতা বিদ্যুৎ জামালের (Vidyut Jammwal) ইনস্টাগ্রাম স্টোরিতে। অভিনেতা নিজের জিম পার্টনারের সঙ্গে একটি ছবি (Sidharth Shukla Throwback Picture) শেয়ার করেছেন। প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) সঙ্গের জিম করার একটি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ‘সনক’ (Sanak) অভিনেতা।
একসঙ্গে জিম করতেন তাঁরা। ছিলেন জিম পার্টনার। রবিবার প্রয়াত বন্ধুর সঙ্গে জিমে কাটানো মুহূর্তের পুরনো সেই ছবি তুলে ধরলেন বিদ্যুৎ (Vidyut Jammwal)। এর আগেও একাধিকবার প্রয়াত অভিনেতা প্রসঙ্গে বিদ্যুতকে বলতে শোনা গিয়েছে, সিদ্ধার্থ (Sidharth Shukla) কেবল তাঁর জিম পার্টনারই ছিলেন না বরং ছিলেন ভালো বন্ধুও।
আরও পড়ুনঃ চুলে গোঁজা ফুলের মালা, অনাবৃত অঙ্গেআবার চর্চায় উরফি জাভেদ
অভিনেতার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, জিমের সরঞ্জাম হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিদ্যুৎ এবং সিদ্ধার্থ। দুই তারকার পরনেই জিমওয়্যার।
২০২১ সালে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla)। মাত্র ৪০ বছর বয়সেই হৃদরোগ প্রাণ কেড়েছিল তাঁর। সিদ্ধার্থের মৃত্যু সংবাদ যেন কেউ নিজের কানে বিশ্বাস করতে পারছিলেন না।