Salman Khan Video: অনুরাগীদের সঙ্গে হাসিখুশি সলমন তুললেন নিজস্বী, ভাইরাল ভিডিয়ো
Salman Khan With Fans (Photo Credit: Instagram)

মুম্বই, ২২ ডিসেম্বর: এবার অনুরাগীদের সঙ্গে একটানা পোজ দিলেন সলমন খান (Salman Khan)। কখনও প্রৌঢ়ার সঙ্গে পোজ দিতে দেখা যায় সলমন খানকে, আবার কখনও ছোটদের পাশে নিয়ে নিজস্বী তোলেন সলমন। প্রযোজক আনন্দ পণ্ডিতের জন্মদিনের অনুষ্ঠানের পর একেবারে যেন অন্যরকম মুডে দেখা যায় সলমন খানকে। হাসি মুখে প্রত্যেকের সঙ্গে কথা বলে, তাঁদের সঙ্গে নিজস্বী তুলতে দেখা যায় বলিউড (Bollywood) 'ভাইজানকে'।

দেখুন ভিডিয়ো...

 

View this post on Instagram

 

আরও পড়ুন: Salman Khan Video: 'ভাই ভাই' বলে চিৎকার, চোখ দিয়ে চুপ করালেন সলমন, দেখুন ভিডিয়ো

সম্প্রতি সোহেল খানের জন্মদিনের অনুষ্ঠানের পর সলমন যখনই বাইরে বের হন, তাঁকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা চোখে পড়ে। এমনকী সলমন খানকে ক্যামেরাবন্দি করতে ছবি শিকারীদের ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই সময় চিৎকার, চেঁচামেচি শুনে কার্যত ক্ষেপে যান সলমন। এরপরই চোখ বড় করে প্রত্যেককে চুপ করার কথাও বলেন সলমন। অভিনেতার সেই ভিডিয়োও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।