Vicky Kaushal-Sara Ali Khan: ভিকিকে আঁকড়ে বসে সারা, ভাইরাল ভিডিয়ো
Vicky Kaushal, Sara Ali Khan (Photo Credit: Instagram)

মুম্বই,২৮ ডিসেম্বর: বাইক চালাচ্ছেন ভিকি কৌশল (Vicky Kaushal), আর তাঁর পিছনের আসনে বসে সারা আলি খান (Sara Ali Khan)। ভিকিকে শক্ত করে আঁকড়ে ধরেছেন সারা। এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ভিকি সবে সবে বিয়ে করেছেন বলিউডের 'বার্বি ডল' ক্যাটরিনা কাইফকে (Katrina Kiaf)। ক্যাটকে ছেড়ে কি ভিকি এবার সারায় মজলেন? এমন প্রশ্নও উঠতে শুরু করে। তবে ঘাবড়ানোর কিছু নেই। একটি ছবির শ্যুটিংয়ের জন্যই ভিকি এবং সারা আলি খানকে একসঙ্গে একই বাইকে দেখা যায়। দেখুন সেই ছবি এবং ভিডিয়ো...

 

ভিকির সঙ্গে সারা...

 

ভাইরাল ছবি...

 

 

View this post on Instagram

 

সম্প্রতি আতরঙ্গি রে-এর প্রমোশনে করণ জোহরের (Karan Johar) শোয়ে হাজির হন সারা আলি খান। যেখানে করণের প্রশ্নের উত্তরে সারা জানান, তিনি নিজের স্বয়ংম্বরে ভিকি কৌশল, বরুণ ধাওয়ান, বিজয় দেবরোকোন্ডা এবং রণবীর সিংকে দেখতে চান। যা শুনে করণ জানান, তিনি যাঁদের নাম করলেন, বিজয় ছাড়া প্রত্যেকে বিবাহিত। তাঁদের স্ত্রীরাও এই শো দেখছেন। যা শুনে হেসে ফেলেন সারা আলি খান। তিনি পালটা বলেন, ততাঁর এই শো স্ত্রীদের স্বামীরাও তো দেখছেন। প্রসঙ্গত, পুরো কথপোকথন চলে মজার ছলে।

আরও পড়ুন:  COVID 19: পৃথক 'ভ্যাকসিন সাইট' থেকে বুস্টারে বয়স্কদের শংসাপত্র অপ্রয়োজনীয়, একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের

করণ জোহরের ওই  শোয়ে সারা আলি খানের সঙ্গে হাজির হন তাঁর অন্য সহঅভিনেতা ধনুষ।