Anupam Shyam Dies: মাল্টি অর্গ্যান ফেলিওর, প্রয়াত অভিনেতা অনুপম শ্যাম
অনুপম শ্যাম (Photo Credits: ANI)

প্রয়াত বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম শ্যাম (Anupam Shyam)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর৷ বেশ কিছুদিন ধরেই নানরকম জটিল অসুখে ভুগছিলেন তিনি৷ কয়েকদিন আগে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে মুম্বইয়ের সিটি হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকে আর জীবিতাবস্থায় বাড়ি ফিরতে পারলেন না, ‘ঠাকুর সজ্জন সিং’৷ সোমবারে ভোরে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, মাল্টি অর্গ্যান  ফেলিওরের কারণেই মৃত্যু হয়েছে অনুপম শ্যামের৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: দেশে নতুন করোনা রোগী ৩৫ হাজার ৪৯৯ জন, ৪ লাখের উপরে অ্যাক্টিভ কেস

উচ্চ রক্তচাপ, ব্লাড সুগারের রোগী অনুপম শ্যাম  শুটিং চলাকালীন নিয়মিত ইঞ্জেকশন নিতেন৷  অসুস্থতাকে সঙ্গী করেই একের পর এক অসামান্য অভিনয় করে গেছেন৷ অগ্রজ অভিনেতার মৃত্যুতে ভেঙে পড়েছে যশপাল সিং৷  নিজেই মৃত্যুর খবর জানিয়েছেন৷  এদিন সিটি হাসপাতালে উপস্থিত ছিলেন তিনি৷ এছাড়াও প্রয়াত অভিনেতার দুই ভাইও সেখানে ছিলেন৷  ইতিমধ্যেই অনুপম শ্যামের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে৷ আজ বেলার দিকে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷