রবিবার রাতে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) জানালেন, সম্প্রতি তাঁর চোখে দ্বিতীয় বারের জন্য অস্ত্রোপচার হল। তিনি এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। গত মার্চেই এই প্রবীণ বলিউড অভিনেতার প্রথম চোখে অস্ত্রোপচার হয়েছিল। এবার দ্বিতীয় চোখে অস্ত্রোপচারের পর অনুরাগীদের তিনি জানালেন জীবন বদলে দেওয়া অভিজ্ঞতা হয়েছে তাঁর। এক টুইট বার্তায় বিগ বি লিখেছেন, “দ্বিতীয় অস্ত্রোপচারও ভালভাবেই হল। ডাক্তার এইচ এমের হাতযশ ও আধুনিক চিকিৎসায় উন্নত প্রযুক্তির ব্যবহারে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। একেবারে জীবন বদলে দেওয়ার অভিজ্ঞতা। এখন তাই দেখতে পাবে, যা আগে দেখার সৌভাগ্য হয়নি।” এর আগে ৭৮ বছরের প্রবীণ অভিনেতা বলেছিলেন, দৃষ্টিশক্তি কমে যাওয়ায় তিনি কতটা সমস্যায় আছেন। আরও পড়ুন- WB Assembly Elections 2021: ‘রথযাত্রায় বিজেপি নেতারা খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে’, বলরামপুরে পদ্ম শিবরকে কটাক্ষ মমতার
দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে পড়ায় গোটাদিন কিছু না করেই তাঁকে কাটিয়ে দিতে হত। সুস্থতা অনেক কষ্ট করে এবং দেরিতে আসছে। তবে অস্ত্রোপচারের খবরে অনুরাগীরা যেভাবে মেসেজে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, খোঁজখবর করেছেন, সেজন্য তিনি আপ্লুত। অনুরাগীদের ধন্যবাদও দিলেন টুইট বার্তায়। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব আশা করছি। যেহেতু সুস্থতা দেরিতে আসছে। তাই টাইপিংয়ে কোনও ভুল থাকলে সে ক্ষমার যোগ্য। লকডাউনের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চন অভিনীত, “গুলাবো সিতাবো” ছবি। এখন বিগ-বি অভিনীত তিনটি ছবি মুক্তির অপেক্ষায় পাইপলাইনে রয়েছে। এগুলি হল “ব্রহ্মাস্ত্র”, “মে ডে”, “চেহরে”।