Arshi Khan: তালিবান ভীতি, আফগান ক্রিকেটারের সঙ্গে এনগেজমেন্ট ভাঙছে ভারতীয় টেলি অভিনেত্রীর
আর্শি খান (Photo Credits: Instagram)

আফগানিস্তানের (Afghanistan) দখল নিয়েছে তালিবান৷ দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল৷ এদিকে বিয়ে স্থগিত হওয়ার চিন্তায় হতাশ টেলি তারকা আর্শি খান  (Arshi Khan)৷ তিনি জানিয়েছেন, বাবা-মায়ের পছন্দের পাত্রর সঙ্গেই তাঁর বিয়ে ঠিক হয়েছিল৷ হবু বর একজন আফগান ক্রিকেটার (Afghan cricketer)৷ ইতিমধ্যে তাঁদের এনগেজমেন্টও হয়ে গেছে৷ তবে বিয়েটা আদৌ হবে কি না তানিয়ে বেশ সংশয়ে আছেন অভিনেত্রী৷ কারণ তালিবানের দখলে চলে গেছে আফগানিস্তান৷ তাই হয়তো অভিভাবকরা এই এনগেজমেন্ট ভেঙে দিতে পারেন৷ বাবর বন্দুর ছেলের সঙ্গেই গত অক্টোবরে এনগেজমেন্ট হয় আর্শি খানের৷ তবে বর্তমান অস্থির পরিস্থিতিতে সেই সম্পর্ক থেকে হয়তো চিরকালের জন্য তাঁকে বেরিয়ে আসতে হতে পারে৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: দেশে নতুন করোনা রোগী ২৫,০৭২ জন, কমল দৈনিক মৃত্যু

বাড়িতে থেকে বিয়ের বন্দোবস্ত করা হলেও হবু স্বামীর সঙ্গে যোগাযোগ রয়েছে অভিনেত্রীর৷ নিজেদেরকে বন্ধু বলতেই পছন্দ করেন তিনি৷ তাঁর মনে হচ্ছে এবার হয়তো সম্পর্কে ইতি টানতে হবে৷ কারণ তাঁর বিয়ের জন্য বাবা-মা নিশ্চয় ভারতীয় সুপাত্র খুঁজবেন৷ তিনি বলেন, “আমার পরিবারের শিকড় আফগানিস্তানে৷ আমি একজন আফগান পাঠান৷ ইউসুফজাই বংশের সঙ্গে জুড়ে আছে আমার পরিবার৷ আমার দাদু আফগানিস্তান থেকে চলে এসেছিলেন৷ ভোপালের জেলর ছিলেন তিনি৷ আমরা শিকড় আফগানিস্তানে থাকলেও দাদু এবং বাবা-মায়ের মতো আমিও সম্পূর্ণভাবে ভারতীয়৷”

রিয়্যালিটি শো বিগ বস-১১র প্রতিযোগিনী ছিলেন আর্শি খান৷ সিজন-১৪-তেও তিনি বিগ বসে অংশ নিয়েছেন৷ ‘সাবিত্রীদেবী কলেজ অ্যান্ড হসপিটাল, ‘বিষ,’ ‘ইশক মে ম্যায় মরযাওয়া’-র মতো টিভি শো ছাড়াও আরও অনেক রিয়্যালিটি শো ও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এই টেলি তারকা৷