মুম্বই, ২ ফেব্রুয়ারি: তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুর পিছনে শেহজান খান (Sheezan Khan)এবং তাঁর পরিবারের কী ভূমিকা, সে বিষয়ে খতিয়ে দেখা হোক। অভিনেত্রীর মৃত্যুর কয়েক মাস পর এবার ফের তুনিশা শর্মার কাকা পবন শর্মা শেহজান খান এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ করলেন। পবন শর্মা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তাঁরা আবেদন জানালেন এ বিষয়ে। তুনিশা শর্মার মৃত্যুর মামলা যাতে ফার্স্ট ট্র্যাক কোর্টে করা হয়, সে বিষয়ে পরিবারের তরফে আবেদন জানানো হবে বলে সংবাদ সংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে জানান পবন শর্মা। শেহজানের পাশাপাশি তুনিশার মৃত্যুতে তাঁর পরিবারের সদস্যদের কী ভূমিকা, তাও খতিয়ে দেখা হোক বলে সরব হন পবন শর্মা।
প্রসঙ্গত তুনিশা শর্মার মৃত্যুর ১৫ দিন আগে তাঁর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় শেহজান খানের। শেহজানের সঙ্গে বিচ্ছেদের পরই কেন তুনিশা এই চরম পদক্ষেপ করলেন, সে বিষয়ে পুলিশ তদন্ত করুক বলে দাবি করেন প্রয়াত অভিনেত্রীর কাকা।