মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে প্রয়াত অভিনেত্রী তুনিশা শর্মার। মুম্বইয়ের মীরা রোডের একটি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে তুনিশা শর্মার। অভিনেত্রী তুনিশা শর্মার শেষ যাত্রায় চোখের জল ধরে রাখতে পারলেন না অনেকেই। মাত্র ২০-তেই যে তুনিশার জীবন শেষ হয়ে যাবে, তা ভাবেননি অনেকেই। ফলে তুনিশার শেষ যাত্রায় আবেগপ্লুত হয়ে পড়েন বহু মানুষ।
View this post on Instagram
গত ২৪ ডিসেম্বর মৃত্যু হয় বছর ২০-র অভিনেত্রী তুনিশা শর্মার। দাস্তান-ই-কাবুলের মেকআপ রুমেই মৃত্যু হয় তুনিশার। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।
#WATCH | Mumbai: Actress Tunisha Sharma's mortal remains were brought to a crematorium ground in the Mira Road area for last rites pic.twitter.com/NUL5Pv5Om4
— ANI (@ANI) December 27, 2022
আরও পড়ুন: Tunisha Sharma Death: একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক শেহজানের? জেরার সময় কেঁদে ফেললেন তুনিশার প্রাক্তন
তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুর পর তাঁর প্রাক্তন প্রেমিক শেহজান খানের (Sheezan Khan) বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে শুরু করেন প্রয়াত অভিনেত্রীর মা। তুনিশাকে ঠকিয়েছেন শেহজান। প্রেমিকের প্রতারণা মেনে নিতে না পারার জন্যই তুনিশার আত্মহত্যা বলে দাবি করেন প্রয়াত অভিনেত্রীর পরিবার। যা নিয়ে শোরগোল শুরু হতেই পুলিশ গ্রেফতার করে শেহজান খানকে। যদিও শেহজান দাবি করেন, তাঁর সঙ্গে তুনিশার বিচ্ছেদ হয়ে যায়। এর আগেও একবার তুনিশা আত্মহত্যা করতে গেলে, তিনিই তাঁর প্রাণ রক্ষা করেন। তুনিশার মাকে তিনি সবকিছু জানান বলে দাবি করেন শেহজান। এমনকী, তাঁর সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক ছিল বলে যে দাবি করা হচ্ছে, তা সঠিক নয় বলেও জেরার সময় কেঁদে ফেলেন শেহজান খান। মঙ্গলবার তুনিশা শর্মার শেষযাত্রায় হাজির হন শেহজান খানের মা এবং দিদি। মুম্বইয়ের মীরা রোডের শ্মশানের তুনিশার শেষযাত্রায় হাজির হন অভিযুক্ত শেহজান খানের মা এবং দিদি।
#WATCH | TV actor Tunisha Sharma death case | Sister and mother of accused Sheezan Khan also arrived at the crematorium ground in Mira Road area for her last rites. pic.twitter.com/HA0voEOwQr
— ANI (@ANI) December 27, 2022