মুম্বই, ১৩ জুলাই: বর্তমানে প্রায় গোটা দেশ জুড়ে চড়চড়িয়ে বাড়ছে টমেটোর Tomato) দাম।একনাগাড়ে বৃষ্টির জেরে গোটা দেশ জুড়ে টমেটোর দাম নিয়ে নাজেহাল সাধারণ মানুষ।দেশের সাধারণ নাগরিকের পাশাপাশি টমেটোর আকাশছোঁয়া দামের প্রভাব অভিনেতা সুনীল শেট্টির রান্নাঘরেও পড়েছে বলে জানান সুপারস্টার। সুনীল বলেন, তিনি সুপারস্টার বলে টমেটোর মূল্যবৃদ্ধির প্রভাব তাঁর উপর পড়বে না বলে অনেকে মনে করেন। যা অনর্থক। টমেটোর দাম যেভাবে বেড়েছে, তাতে তিনিও এই সবজি খাওয়া কমিয়ে দিয়েছেন বলে জানান সুনীল (Suniel Shetty)।
পাশাপাশি সুনীল শেট্টি রেস্তোরাঁ চালান। ফলে টমেটোর মূল্যবৃদ্ধির প্রভাব যে তাঁর উপর পড়বে, তা স্বাভাবিক বলে জানান অভিনেতা। তবে এসব ইস্যুর সঙ্গে যুঝে চলতে হবে বলেও জানান বলিউড অভিনেতা।
প্রসঙ্গত উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, কর্ণাটক-সহ দেশের একাধিক রাজ্যে কার্যত হু হু করে বাড়ছে টমেটোর দাম।