মুম্বই, ১৩ নভেম্ভরঃ দিওয়ালি উপলক্ষ্যে মুক্তি পেয়েছে সলমন খান (Salman Khan) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত 'টাইগার থ্রি' (Tiger 3)। করোনা অতিমারির আগে থেকেই বক্স অফিসে সল্লু ভাইয়ের জাদু চলা বন্ধ করে দিয়েছিল। তাঁর একের পর এক ছবি ফ্লপ। ছবি থেকে লাভ তো দুরস্ত, ছবির পুঁজিটুকুও সংগ্রহ মুশকিল হয়ে পড়েছিল। তবে টাইগার থ্রি-র (Tiger 3) হাত ধরে মন্দা দশা কাটল ভাইজানের। প্রথম দিনই বক্স অফিসে দারুন ব্যবসা করেছে 'টাইগার' ফ্রাঞ্চাইজির এই ছবি। চলচ্চিত্র ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সলমন খানের এযাবৎ চলচ্চিত্র কেরিয়ারে মুক্তি পাওয়া ছবির মধ্যে প্রথম দিনের ব্যবসার নিরিখে এগিয়ে গেল মণীশ শর্মা পরিচালিত 'টাইগার থ্রি' (Tiger 3)।
রবিবার ১২ নভেম্বর দিওয়ালির (Diwali 2923) দিন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। হিন্দি, তামিল, তেলেগু তিনটি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। তরণ আদর্শের রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনে বক্স অফিস থেকে 'টাইগার থ্রি' ব্যবসা করেছে ৪৩ কোটি টাকা।
চলচ্চিত্র ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শের টুইট...
While *no* major #Hindi film has released on #DiwaliDay in more than a decade [film biz is severely impacted, since people are busy with festivities and #LaxmiPuja], #Tiger3 emerges a game changer… Decimates *all* #BO records for *#DiwaliDay*.
Hold on, not only is #Tiger3 the… pic.twitter.com/PIucJMhGYq
— taran adarsh (@taran_adarsh) November 13, 2023
নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন ভাইজান (Salman Khan)। টাইগার ফ্রাঞ্চাইজির 'এক থা টাইগার' (Ek Tha Tiger) প্রথম দিনে ব্যবসা করেছিল ৩১ কোটি ৯৩ লক্ষ টাকা। 'টাইগার জিন্দা হ্যায়' (Tiger Zinda Hai) ব্যবসা করেছিল ৩৪ কোটি টাকা। সকলকে ছাপিয়ে গিয়ে প্রথম দিনে টাইগার থ্রি ব্যবসা করেছে ৪৩ কোটি টাকা। যার মধ্যে তামিল এবং তেলেগু ভাষা থেকে টাইগার থ্রির ব্যবসা ১ কোটি ৫০ লক্ষ। সলমনের টাইগার থ্রির ব্যবসা শাহরুখের (Shah Rukh Khan) পাঠান (Pathaan) কিংবা জওয়ানের (Jawan) ১০০০ কোটির রেকর্ড ভাঙতে পারবে কিনা সেই দিকেই এখন নজর সকলের।