রিচা চাড্ডা-র সাফ কথা, 'মেয়েদের জন্য সুরক্ষিত নয় ভারত, এটা লুকিয়ে দেশভক্তি দেখানো যায় না'
রিচা চাড্ডা। (Photo Credit: Indian Express)

মুম্বই, ৮ সেপ্টেম্বর: বলিউডের বাকি নায়িকাদের থেকে বেশ কিছু জায়গাতেই ব্যতিক্রমী অভিনেত্রী রিচা চাড্ডা (Richa Chadha)। ভিন্ন ঘরানার সুন্দরী রিচা চাড্ডা শুধু তাঁর স্টাইল স্টেটমেন্টের জন্যই নয়, সামাজিক বিষয়ে স্পষ্ট মতামতের জন্যেও আলাদাভাবে সমাদর করা হয়। ফর্মুলা ছবি-র বাইরে বেরিয়ে রিচা-কে প্রতিবার নতুন কিছু করতে দেখা যায়। এই যেমন চলতি মাসে রিচা চাড্ডা-কে দেখা যায় অজয় ভেল-র সিনেমা 'আর্টিক্যাল ৩৭৫'-এ। ধারা ৩৭০ নিয়ে যখন গোটা ভারত উত্তাল, তখন সংবিধানের ধারা ৩৭৫ ধারা নিয়ে মনে রাখার মত সিনেমা উপহার দিলেন রিচা চাড্ডা-অক্ষময় খান্না-রা।

এই সিনেমায় রিচা-কে এক ধর্ষণ থেকে বেঁচে ফেরা নির্যাতিতা-র আইনজীবী-র ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। রিচা-র অভিনয়ের প্রশংসায় মেতে ওঠে চলচ্চিত্র মহল। আরও পড়ুন-ষ্টার কিড নয়, করণ জোহরের 'দোস্তানা ২' তে জায়গা পাচ্ছে এবার নতুন অভিনেতা লক্ষ্য

সম্প্রতি সংবাদসংস্থা পিটিআই-কে এক সাক্ষাৎকারে বেশ কিছু কথা জানালেন রিচা। রিচা-কে অনেক সময় বিভিন্ন সামাজিক বিষয়ে টুইট করতে দেখা যায়। নারীবাদী বলেও তাঁকে নেটিজেনদের একাংশ কটাক্ষও করেন। বলিউড অভিনেত্রী মানেই ফ্যাশান স্টেটমেন্ট, পরবর্তী সিনেমা, মোটা টাকার চুক্তির বিজ্ঞাপন- এসবের বাইরে বেরিয়ে এসে রিচা-কে বেশ কিছু সামাজিক বিষয়ে প্রশ্ন করা হয়। রিচা দেশে মহিলাদের সুরক্ষা নিয়ে বলতে গিয়ে বললেন, "'ভারত মহিলাদের জন্য সুরক্ষিত নয়। এটা বললে লুকিয়ে দেশপ্রেম জাহির করা যায় না। আমাদের মহিলাদের বিরুদ্ধে অত্যাচার-নির্যাতনের ঘটনা খুব বেশি ঘটে থাকে। গর্ভাবস্থা থেকেই মেয়েদের ওপর নির্যাতন শুরু হয়।''

২০১৫ সালে মাসান সিনেমার জন্য বড় পুরস্কার পাওয়া রিচা বলছেন, ''ভারতে মহিলাদের ওপর প্রথম অত্যাচার হল কন্যা ভ্রুণ হত্যা। এরপর অ্যাসিড ছুঁড়ে মারা, পণপ্রথার কারণে নির্যাতন-হত্যা, ধর্ষণ । এসব ঘটনা দেশে কমছে না। এরপরেও দেশের কেউ কেউ বলেন, ভারত মহিলাদের জন্য সুরক্ষিত দেশ। আমার সাফ কথা, যারা বলে ভারত মহিলাদের জন্য সুরক্ষিত তারা শুধুই পুরুষ।'' লোকসভা ভোট চলাকালীন দেশে বেকারত্ব,অনলাইনে পুলিশের অতিরিক্ত নজরদারি নিয়ে টুইট করায় জন্য রিচাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। যা নিয়ে তিনি মোটেও চিন্তিত থাকেন না বলে রিচা।