মুম্বই, ১৩ মেঃ মুক্তির পর থেকেই বিতর্কের মুখে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Sroty)। বিতর্কের করাল গ্রাসে পড়লেও ছবির ব্যবসায় কিন্তু খামতি নেই। গত ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সুদীপ্ত সেন পরিচালিত ছবি 'দ্য কেরালা স্টোরি'। মুক্তির ৮ দিনের মাথায় ছবির ব্যবসা ১০০ কোটি ছুঁইছুঁই। দেশে বিতর্কের বেড়াজালের মাঝে এবার বিদেশের মাটিতে মুক্তি পেল বাঙালি পরিচালকের ছবি। আমেরিকা এবং কানাডায় ২০০-র বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জয়ধ্বজা ওড়াল এই ছবি।
মুক্তির পরে একদিকে যেমন বিজেপি শাসিত রাজ্য গুলোতে ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। তেমনই পশ্চিমবঙ্গ (West Bengal), তামিলনাড়ুর (Tamil Nadu) মত রাজ্যে ছবি নিয়ে শুরু হয় সমস্যা। তামিলনাড়ুর সমস্ত প্রেক্ষাগৃহ থেকে রাতারাতি সরিয়ে নেওয়া হয়েছিল কেরালা স্টোরি। অন্যদিকে পশ্চিমবঙ্গে ছবিটিকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়।
তবে এই দুই রাজ্য সুদীপ্ত সেনের ছবি থেকে মুখ ফিরিয়ে নিলেও পরিচালকের ছবির জন্যে খুলে গিয়েছে আন্তর্জাতিক দরজা। পরিচালক জানান, এই ছবির একটি লক্ষ্য রয়েছে, যা সিনেমার শৈল্পিক ভাবনার ঊর্ধ্বে। সাংবাদিক বৈঠকে সুদীপ্ত সেন আরও বলেন, 'এই ছবির বাস্তব কাহিনী অর্থাৎ কেরালার বিদ্যমান সমস্যা দীর্ঘদিন ধরেই অস্বীকার করে আসছে আমাদের দেশ। তবে সেই কাহিনী বিশ্ববাসীর কাছে তুলে ধরা এবং সচেতন করার প্রয়োজন ছিল'।
ছবির গল্প কেন্দ্রীভূত হয়েছে তিনটি মেয়েকে নিয়ে। কেরল থেকে নিখোঁজ হওয়ার পর যাদের ধর্মান্তরিত করে হয়। এবং পরে তাঁরা যোগ দেয় জঙ্গি সংগঠন আইসিসে।