কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পশ্চিমবঙ্গে (West Bengal) 'দ্য কেরালা স্টোরি (The Kerala Story)'র প্রদর্শনে নিষেধাজ্ঞা (Ban) জারি করেছিলেন গত ৮ মে। তারপরই এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিলেন সিনেমাটির নির্মাতারা। বৃহস্পতিবার উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট সেই নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ জারি করে। এরপরই সাংবাদিকদের মুখোমুখি সিনেমাটি দেখে তারপর এই বিষয় নিয়ে বিতর্ক করার পরামর্শ দিলেন পরিচালক সুদীপ্ত সেন (director Sudipto Sen)।
এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তিনি বলেন, "আইন-শৃঙ্খলা (law & order) রক্ষণাবেক্ষণ (Maintaining) করার দায়িত্বটি রাজ্যের বিষয়। এটা কোনও অজুহাত (excuse) হতে পারে না যে এই ছবিটি দেখানো হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি (law & order situation) হবে।"
এরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (West Bengal Chief Minister Mamata Banerjee) সিনেমাটি দেখার অনুরোধ জানিয়ে সুদীপ্ত সেন বলেন, "আমার মনের একান্ত ইচ্ছা (heart's desire) এই যে দিদি (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) যেন সিনেমাটি দেখেন। তাঁর মনে যে ভুল ধারণা (misconceptions) তৈরি হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে (untrue)। তাই আমি তাঁকে হাত জোড় (folded hands) অনুরোধ করব সিনেমাটি একবার দেখার জন্য, তারপরও যদি তিনি সিনেমাটিকে পছন্দ না করেন তাহলে আমরা এই নিয়ে বিতর্কে অংশ নেব।" আরও পড়ুন: Nusrat-Yash: বৃষ্টিতে যশের মুখে জিলিপির স্বাদ, নুসরতের ইনস্টা স্টোরিতে ধরা পড়ল ছবি
#WATCH | "Maintaining the law & order is a state subject. It can't be an excuse that the film won't be screened as a law & order situation can arise..," says #TheKeralaStory director Sudipto Sen.
"It is my heart's desire for Didi (West Bengal CM) to watch the film. The… pic.twitter.com/SwrwXSOSk6
— ANI (@ANI) May 18, 2023