Tapsee Pannu (Photo Credit: Instagram)

মুম্বই, ২৩ মার্চ: ফের কড়া সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu)। লাল রঙের বোল্ড আউটফিটের সঙ্গে তাপসী কেন লক্ষ্মীর নেকলেস পরলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। তাপসী বোল্ড আউটফিটের সঙ্গে লক্ষ্মীর নেকলেস পরে ঈশ্বরের অপমান করেছেন বলে মন্তব্য করেন অনেকে। ভারতীয় সংস্কৃতির সঙ্গে তাপসীর এই সাজসজ্জা একেবারে বেমানান বলে মন্তব্য করেন অনেকে। কেউ বলতে শুরু করেন, তাপসী অত্যন্ত খারাপ পোশাক পরেছেন।

তাপসীর চেয়ে ঊরফি জাভেদের পোশাক অনেক ভাল বলে মন্তব্য করেন কেউ কেউ। এমন পোশাকের সঙ্গে লক্ষ্মীর নেকলেস কেন? 'তাপসী তোমার লজ্জা করে না' বলেও প্রশ্ন করেন অনেকে। সবকিছু মিলিয়ে তাপসী পান্নুর পোশাকের সঙ্গে লক্ষ্মীর নেকলেসের ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়।

 

 

View this post on Instagram