দিল্লি, ১১ অক্টোবর: স্বরা ভাস্করের (Swara Bhasker)বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করায় অভিযোগ দায়ের করা হল এলভিস যাদব নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্বরা ভাস্করের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে একের পর এক কুমন্তব্য করতে শুরু করেন এলভিস যাদব নামে ওই ব্যক্তি। বেশ কিছুদিন ধরেই স্বরা ভাস্করের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্যের জেরে এবার ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় গেলেন অভিনেত্রী।
দিল্লির (Delhi) বসন্ত কুঞ্জ থানায় এলভিস যাদব নামে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্বরা ভাস্কর। ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-র ডি, ৫০৯ এবং ৬৭ ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ। যা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে।
আরও পড়ুন: Jammu And Kashmir: ফের রক্তাক্ত জম্মু কাশ্মীর, পুঞ্চে এনকাউন্টারে শহিদ ৫ সেনা জওয়ান
সোমবার অভিযোগ দায়েরের পর থানা থেকে বের হচ্ছেন স্বরা ভাস্কর...
Swara Bhaskar records her statement at the Patiala House Court in the case she filed against one Elvish Yadav for targeting and maligning her image on social media. pic.twitter.com/ZZFLB93JMe
— Prashant Kumar (@scribe_prashant) October 11, 2021
যদিও বিষয়টি নিয়ে অভিনেত্রী (Actor) কোনও মন্তব্য করেননি।