Sonakshi Sinha, Swara Bhasker (Photo Credit: Instagram)

মুম্বই, ১৯ জুন: আগামী ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। প্রেমিক জাহির ইকবালের সঙ্গে মুম্বইতে বসবে সোনাক্ষীর বিয়ের আসর। পরিবার এবং ঘনিষ্ঠদের হাজিরাতেই বিয়ে সারবেন সোনাক্ষী, জাহির। সোনাক্ষী সিনহার ভিন ধর্মে বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। নেটিজেদের একাংশের মধ্যে জোরদার আলোচনা শুরু হয় সোনাক্ষী, জাহিরের বিয়ে নিয়ে। যা নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

স্বরা (Swara Bhasker) বলেন, সোনাক্ষী এবং জাহির দুজনেই প্রাপ্ত বয়ষ্ক। তাই তাঁরা কী করবেন, তা সম্পূর্ণ নিজেদের বিষয়। দুজন প্রাপ্ত বয়ষ্ক মানুষ যখন বিয়ে করেন, তাঁদের এবং দুই পরিবারের বিষয়। এক্ষেত্রেও সোনাক্ষী এবং জাহির নিজেদের মধ্যে নির্ধারণ করেছেন বিয়ের বিষয়টি। তাই তাঁদের কোনও কিছু বলা কারও সাজে না বলে মন্তব্য করেন স্বরা।

পাশাপাশি স্বরা আরও বলেন,  তিনি যখন সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেন, তখনও নানা মুনির নান মত প্রকাশ্যে আসে কিন্তু তাঁরা কোনও কিছু কানে নেননি। সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের ক্ষেত্রেও সেই একই বিষয় সামনে আসছে বলে মন্তব্য করেন 'ভীরে দি ওয়েডিং' অভিনেত্রী।