মুম্বই, ৩ অগস্ট: সুশান্ত সিংহ রাজপুত মামলার (Sushant Singh Rajput Case) তদন্ত করতে পটনা থেকে মুম্বই গিয়েছিলেন এসপি বিনয় তিওয়ারি (SP Vinay Tiwari)। মুম্বই (Mumbai) পৌঁছনোর পরই ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠিয়েছে মুম্বই প্রশাসন। বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে এই অভিযোগ করেন। বিনয় তিওয়ারি জানিয়েছেন, বিমানবন্দরে তাঁকে কেউ কিছু বলেনি। বিএমসি কর্তৃপক্ষ তাঁকে কোয়ারেন্টাইন করার ব্যাপারে মহারাষ্ট্র সরকারের নির্দেশ দেখিয়েছে। তিনি তদন্তের কাজে মুম্বই এসেছেন, তাঁকে ছেড়ে দেওয়া উচিত। এমনকি কোয়ারেন্টাইন করার আগে তাঁর শারীরিক নমুনাও নেওয়া হয়নি। ১৫ তারিখ পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি তদন্তকারী বিহার পুলিশ দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। এর আগে বিহার পুলিশের যে তদন্তকারী দল মুম্বই আসে, তাদের কোয়ারেন্টাইন করা হয়নি।
बिहारमधून आलेल्या अधिकाऱ्यांना
गृह अलगीकरणात ठेवल्याच्या बातम्यांबाबत वस्तुस्थिती. pic.twitter.com/F0BrSzVj3R
— माझी Mumbai, आपली BMC (@mybmc) August 3, 2020
সুশান্তের মৃত্যু তদন্তে এসপি বিনয় তিওয়ারিকে তদন্ত না করতে দেওয়ার অভিযোগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও মুখ খুলেছেন। সোমবার সকালে নীতীশ কুমার বলেন, “অফিসার বিনয় তিওয়ারির সঙ্গে যা হয়েছে তা ঠিক নয়। একে রাজনৈতিক বানাবেন না। বিহার পুলিশ নিজেদের কাজ করছে। আমাদের ডিজিপি ওনাদের সঙ্গে কথা বলবেন।” এই বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে শিবসেনা ও বিজেপি। কয়েক দিন আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছিলেন, মুম্বই পুলিশের উপরই ভরসা রাখতে। মুম্বই পুলিশই তদন্তের কিনারা করবে। আরও পড়ুন, গতকাল অমিত শাহের সঙ্গে বৈঠকে ছিলেন বাবুল সুপ্রিয়, আইসোলেশনে রয়েছেন তিনি, জানালেন টুইটে
সুশান্তের বাবা কে কে সিংহ অভিযোগ করেন, তাঁর ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিযোগ করতে তিওয়ারির নেতৃত্বে বিহার পুলিশের একটি দল মুম্বই পৌঁছয়। এরপরই গতকাল রাত ১১টা নাগাদ বৃহন্মুম্বই পুরনিগম কর্তৃপক্ষ জোর করে তাঁকে ১৪ দিনের জন্য কোয়ারান্টাইন করে। গুপ্তেশ্বর পাণ্ডে অভিযোগ করেছেন, অনুরোধ সত্ত্বেও আইপিএস মেসে রাখা হয়নি ওই অফিসারকে, গোরেগাঁওয়ের একটি অতিথিশালায় রয়েছেন তিনি।