মুম্বই, ২ মেঃ ধর্মেন্দ্রর (Dharmendra) পরিবারে বিয়ের সানাই বাজল বলে। সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ধর্মেন্দ্র নাতি করণ দেওল (Karan Deol)। সানি দেওলের বড় ছেলে করণ দেওলের (Sunny Deol Son Karan Deol) বিয়ে নিয়ে ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে বলি পাড়ায়। জুনেই নাকি বিয়ে। বাগদান ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলেই খবর।
দীর্ঘ দিনের প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন করণ দেওল। বিয়ের আগে চুপিচুপি হবু দম্পতির বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলেই জানা যাচ্ছে। দাদু ধর্মেন্দ্র এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Dharmendra and Prakash Kaur) বিবাহবার্ষিকীর দিনই নাকি নাতির বাগদান সম্পন্ন হয়েছে। একেবারে পারিবারিক অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ ছিল সানি দেওলের (Sunny Deol) বড় ছেলের বাগদান।
তবে করণ দেওলের হবু স্ত্রীর নাম এখনও জানা যায়নি। বেশ কিছু সময় ধরেই সম্পর্কে রয়েছেন দুজনে। দুবাই (Dubai) নিবাসী প্রেমিকার সঙ্গে সাতপাকে আবদ্ধ হতে চলেছেন করণ। জুনে আয়োজন করা হবে যুগলের বিয়ের অনুষ্ঠান। দুই পরিবার এবং কাছের বন্ধু বান্ধবদের উপস্থিতিতেই চারহাত এক হবে হবু দম্পতির।