Akshay Kumar, Sunny Deol (Photo Credits: Facebook)

মুম্বই, ২১ অগাস্টঃ একদিনে গদর ২-এর (Gadar 2) আকাশছোঁয়া সাফল্য অন্যদিকে ব্যাঙ্ক ঋণ। দুই মিলিয়ে সংবাদমাধ্যমের শিরোনামে অভিনেতা সানি দেওল (Sunny Deol)। ব্যাঙ্ক ঋণের জেরে বাংলো নিলাম হওয়ার জো হয়েছিল বিজেপি সাংসদের। গুঞ্জন উঠেছিল, সানির বাংলো নিলাম হওয়া থেকে আটকাতে তাঁকে টাকা দিয়ে সাহায্য করতে এগিয়ে এসেছেন অক্ষয় কুমার (Aksahy Kumar)। এবার সেই খবরের সত্যতা প্রকাশ করলেন অভিনেতার মুখপাত্র। বললেন, এই খবর একেবারেই ভুয়ো।

রবিবার সানি দেওলের জুহুর 'সানি ভিলা' (Sunny Villa) নিলামের জন্যে বিজ্ঞাপন দিয়েছিল ব্যাঙ্ক ও বরোদা (Bank of Boroda)। ব্যাঙ্ক থেকে ৫৬ কোটি টাকা ঋণ নিয়েছিলেন বলিউড অভিনেতা সানি দেওল (Sunny Deol)। বদলে নিজের জুহু মুম্বইয়ের ওই বাংলোটি মরগেজ রেখেছিলেন তিনি। কিন্তু ঋণের টাকা শোধ না করায় অভিনেতার বাংলো নিলামের কথা ঘোষণা করেছিল ব্যাঙ্ক। আর তারপর থেকেই শোনা যাচ্ছিল, সতীর্থের বাংলো নিলাম রুখতে ব্যাঙ্ক ঋণ শোধের জন্যে ৩০-৪০ কোটি টাকা দিয়েছেন অক্ষয়। তবে এই খবরে যে কোন সত্যতা নেই, সবটাই ভুয়ো তা পরিষ্কার করে জানিয়ে দিলেন খোদ খিলাড়ীর মুখপাত্র।

এরই মাঝে সানি ভিলার ই-নিলাম (Sunny Deol Bungalow Auction) স্থগিত করে দিল ব্যাঙ্ক অফ বরোদা। বিজ্ঞাপন প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই 'প্রযুক্তিগত সমস্যা'র কারণ দেখিয়ে বিজেপি সাংসদের সম্পত্তি নিলামের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়ায় রাজনৈতিক মহল থেকে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের কটাক্ষ, 'আশ্চর্য হচ্ছি। জানতে ইচ্ছা করছে কে এই 'প্রযুক্তিগত সমস্যা' তৈরি করল?'