বেড়েই চলেছে করোনা সংক্ৰমণ (COVID-19)। আর অপেক্ষা না করে পৃথ্বী অ্যাপার্টমেন্টের গোটা আবাসন সিল করল বিএমসি (BMC)। মুম্বইয়ের আল্টামাউন্ট রোডের এই পৃথ্বী অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি (Suniel Shetty)। ৩০ তলা আবাসনে মোট ১২০টি ফ্ল্যাট রয়েছে। যারমধ্যে বেশিরভাগ ফ্ল্যাটেই করোনা হানা দিয়েছে। সুরক্ষার কথা ভেবে তাই কন্টেনমেন্ট জোন ঘোষণা করে গোটা বিল্ডিং সিল করল বিএমসি।
তবে ঘরবন্দি হতে হয়নি সুনীল শেট্টিকে। পরিবার নিয়ে আপাতত শহরের বাইরে আছেন অভিনেতা। আজ তিনি সোশ্যাল মিডিয়ায় মজা করে নেটিজেনদের লেখেন,"আমরা কি গৃহবন্দি নাকি নয়? বলুন বলুন।"
আরও পড়ুন,অদূর ভবিষ্যতেও রাজনীতিতে না, রজনীকান্ত
করোনার প্রকোপ বাড়ার কারণে পৃথ্বী অ্যাপার্টমেন্ট ছাড়াও দক্ষিণ মুম্বইয়ের মালাবার এলাকার আরও ৯টি বহুতল সিল করেছে বিএমসি। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লে গগনচুম্বি আবাসন থেকে বড় বড় আবাসনগুলি সবার আগে এর কবলে পড়েছে। আবাসনের মধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সংক্ৰমণ। মুম্বইয়ের গলি ঘুপচির বস্তিগুলির থেকেও আবাসনগুলিতে সংক্রমণের সংখ্যা বেশি লক্ষ্য করা যায়।
দীর্ঘদিনের লকডাউন কাটিয়ে আপাতত সুস্থ হচ্ছে মুম্বই। খুলছে দোকান-পাট।