সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু মেনে নিতে পারছেন না এখনও অনেকেই। সোশ্যাল মিডিয়া একদিকে শোকবার্তায় যেমন ভরে রয়েছে। তেমনিই বলিউডের গুটিকয়েক ব্যক্তিত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেটিজেনরা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পিছনে লুকিয়ে থাকা আসল কারণটি ঠিক কী? তা জানতেই তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ। সোশ্যাল মিডিয়ায় সুশান্তের মৃত্যুর জন্য সবথেকে জোরাল হচ্ছে বি-টাউনের নেপোটিজমের বিষয়টি। বলিউডের 'গুন্ডাগিরি' এবং 'স্বজনপোষণ'-র জন্যই প্রাণ দিতে হল সুশান্তকে। বলিউডের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে একটি ছবি বানানোর পরিকল্পনায় রয়েছেন প্রযোজক বিজয় শেখর গুপ্তা। বলি ইন্ডাস্ট্রির ভিতরকার অতীত এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরা হবে ছবিটির মাধ্যমে। ছবির নাম- সুইসাইড ওর মার্ডার (Suicide or Murder)?
সম্প্রতি নবভারত টাইমের সঙ্গে পরিচালক শমিক মৌলিকের সাক্ষাৎকারে এই সংক্রান্ত আরও একাধিক তথ্য উঠে আসে। সাম্প্রতিক পরিস্থিতির উপর ভিত্তি করেই ছবিটি তৈরি করতে চান শমিক। বলিউডের নেপোটিজমের 'গল্প' ছবির মাধ্যমেই ফুটিয়ে তুলতে চান তিনি। শমিক বলেন, "আমি এই স্বজনপোষণের ধ্যানধারণাটিকেই ভেঙে চুরমার করে দিতে চাই। সুশান্তের সঙ্গে ঘটে যাওয়া অন্যায় এই ছবির মারফত আমি তুলে ধরব। সুশান্তকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সমস্ত জায়গায় সুশান্তকে নিয়ে মজা করা হত এবং বয়কট করা হয়েছিল। পাশাপাশি কেরিয়ারেও ব্যপক ধাক্কা খাচ্ছিল সুশান্ত। একের পর এক ছবি ওর বাতিল হয়ে যাচ্ছিল।"
তবে কী সুশান্তের বায়োপিক তৈরি হতে চলেছে? এই প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, "ছবিটি বায়োপিক নয়। তবে সুশান্তের জীবনকাহিনী থেকে উদ্বুদ্ধ হয়েই তৈরি হবে সিনেমাটি। ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কিছু সিক্রেট তুলে ধরা হবে ছবিটির মারফত।"