সৌমিত্র চ্যাটার্জি (Photo Credits: Facebook)

কলকাতা, ১ নভেম্বর: রবিবার ফের শারীরিক অবস্থার অবনতি বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee)। তাঁর আভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে বলে জানা যায় সংবাদমাধ্যম থেকে। তৃতীয়বারের ডায়ালিসিস (Third Dialysis) করা হতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, ঠিক কী কারণে এই রক্তক্ষরণ তা জানার চেষ্টা করা হচ্ছ। শুধু রক্তক্ষরণই নয় তাঁর রক্তে কমে গিয়েছে হিমোগ্লোবিনের মাত্রাও।

তবে শরীরের বেশ কিছু প্যারামিটার স্বাভাবিক রয়েছে। ফুসফুস সহ শরীরে বাসা বেঁধেছিল যে সংক্রমণ, কমেছে সেটাও। রক্তে প্লেটলেট স্বাভাবিক মাত্রায় রয়েছে। ইউরিয়ার, ক্রিয়েটিনিনের মাত্রাও রয়েছে স্বাভাবিক। কোভিডের কারণে স্নায়ুর সমস্যা কাটাতে ওষুধ দেওয়া হচ্ছে। আরও পড়ুন, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪৬,৯৬৪, মৃত্যু ৪৭০ জনের

প্রায় ২৫ দিন ধরে হাসপাতালে শয্যাশায়ী সৌমিত্রবাবু। চিকিৎসকরা তাঁকে সুস্থ রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে ডায়ালিসিসে সাড়া দিয়েছিলেন তিনি। তাই আবার ডায়ালিসিসের সিদ্ধান্ত নিচ্ছেন চিকিৎসকরা। ফুসফুসে সংক্ৰমণ আগের চেয়ে বাড়েনি, কমেওনি। একইরকম রয়েছে তাঁর অবস্থা।