Sonu Sood: কেজরিওয়ালের হাত ধরে 'দেশ কে মেন্টর' সোনু সুদ, রাজনীতিতে অভিনেতা! জল্পনা
কেজরিওয়ালের সঙ্গে সোনু, ছবি এএনআই

দিল্লি, ২৭ অগাস্ট: দিল্লি ( Delhi) সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন সোনু সুদ (Sonu Sood) । দিল্লি সরকারের নয়া প্রকল্প 'দেশ কে মেন্টর'-এর মাধ্যমেই সোনুকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেব ঘোষণা করলেন কেজরিওয়াল।

শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গে দেখা করেন সোনু সুদ। তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। এরপর যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেন সোনু সুদ এবং অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন: Kabul Blast: আশঙ্কার মধ্যেই বিস্ফোরণ কাবুলে, নিহত একের পর এক মার্কিন সেনা, রাগে ফুঁসছে আমেরিকা

ওই সাংবাদিক সম্মেলনের কেজরিওয়াল জানান, সোনু তাঁদের 'দেশ কে মেন্টর' (Desh Ke Mentors) প্রকল্পে যুক্ত হতে রাজি হয়েছেন। এবার থেকে সোনুই দিল্লির মুখ অর্থাৎ ব্র্যান্ড অ্যাম্বাসাডার। সোনুকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দিল্লি সরকার তাঁকে এই সুযোগ দিয়েছে। দেশ কে মেন্টর প্রকল্পে যোগ দিয়ে কয়েক লক্ষ্য পড়ুয়ার সঙ্গে নিবিড় সম্পর্ক হবে তাঁর। ছাত্রদের পথ দেখানোর মতো ভাল কাজ আর হয় না। 'আমরা সবাই একসঙ্গে কিছু করে দেখাতে পারব' বলে আত্মবিশ্বাস ঝরে পড়ে সোনু সুদের গলায়।