Katrina Kaif and Vicky Kaushal (Photo Credit: Instagram)

আগামী বৃহস্পতিবার সেই বহু প্রতিক্ষীত দিনটি। যেদিন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাঈফ ও এলিজেবল ব্যাচেলর ভিকি কৌশলের চারহাত (Katrina Kaif – Vicky Kaushal Wedding) এক হতে চলেছে। বিবাহ বাসর রাজস্থানের সিক্স সেন্সেস হোটেল তথা বারওয়াড়া দুর্গ। সাধারণত দেশের রথী মহারথীদের বিয়ের ভ্যেনু এই হোটেলের অবস্থান সোয়াই মাধোপুর জেলার চৌথ কা বারওয়াড়া শহরে। একদা দুর্গ আজ সমস্ত অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হোটেলে রূপান্তরিত হয়েছে। হোটেলটির ঐতিহাসিক গুরুত্ব যথেষ্ট আকর্ষণীয়।চৌহান রাজবংশের প্রতিষ্ঠাতা ভীম সিং ১৪৫১ সালে এই বারওয়াড়া দুর্গ তৈরি করান। আরও পড়ুন-New Delhi: দেখা হতেই একি করলেন ভারত ও রাশিয়ার বিদেশমন্ত্রী? দেখুন ভিডিও

প্রায় ১০ বিঘার উপরে এই দুর্গের বিস্তৃতি। রয়েছে পাঁচটি মিনারও। এগুলির নাম হনুমান বুর্জ, ভীমা বুর্জ, নাল বুর্জ,পির বুর্জ ও শিকার বুর্জ। এই দুর্গের মধ্যে জলের কোনও বন্দোবস্ত ছিল না। তবে পরে হোলেলে রূপান্তরিত হলে গভীর নলকূপ খুঁড়ে পানীয়জলের ব্যবস্থা করা হয়েছে। প্রাচীন ভারতে এই দুর্গে জল সরবরাহের জন্য খাদ তৈরি করা হত। দুর্গের মধ্যে রয়েছে তিনটি প্রবেশদ্বার। তবে হোটেল হওযার পর এর দুটি ব্যবহার হচ্ছে।

হোটেলটিতে পাঁচটি সুইট রয়েছে। বিয়ের অনুষ্ঠান থাকলের এই পাঁচটি সুইটের মধ্যে দুটি ব্যবহৃত হয়। হোটেল চত্বরে দুটি বৃহৎ মাঠ রয়েছে, যা অতিথিদের খাওয়ার আয়োজনে কাজে লাগতে পারে। এবং আপ্যায়নেও সমানভাবে প্রয়োজনীয়।