Singer Papon Hospitalised (Photo Credits: Instagram)

মুম্বই, ১৩ মেঃ অসুস্থ পাপন। মুম্বইয়ের কোকিলাবেল ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসা চলছে গায়কের (Papon Hospitalised)। শুক্রবার মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হন বলি গায়ক। হাসপাতালের বিছানায় অসুস্থ বাবা। বাবার দেখাশোনায় সারারাত পাশে বসে জেগে কাটিয়েছে ছোট্ট ছেলে পুহর। ১৩ বছরের ছেলে যেন রাতারাতি অনেকটা বড় হয়ে গিয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে সেই ছবি সমাজমাধ্যমে শেয়ার করলেন আবেগতাড়িত বাবা। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন পাপন। হাসি মুখে পাশে বসে ছেলে পুহর। সারারাত অসুস্থ বাবার পাশে জেগে কাটিয়েছে সে। তাও চেহারায় নেই কোন ক্লান্তি। ছেলের অভিভাবকত্বে মুগ্ধ হয়ে গায়ক লিখেছেন, এই প্রথমবার তাঁর ১৩ বছরের পুহর সারারাত হাসপাতালে জেগে তাঁর দেখাশোনা করেছে।

অসুস্থ পাপন... 

 

View this post on Instagram

 

A post shared by Papon (@paponmusic)

গায়কের অসুস্থতার (Papon Hospitalised) খবর জানতে পারা মাত্রই উদ্বিগ্নতা প্রকাশ করছে তাঁর অনুরাগীরা। তবে হাসপাতালে তাঁর কীসের চিকিৎসা চলছে সেই বিষয়ে এদিনের পোস্টে কিছুই উল্লেখ করেননি পাপন।