Sidharth Malhotra-Kiara Advani Wedding: কড়া নিরাপত্তার ঘেরাটোপে সম্পন্ন হল সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানির বিয়ে। ইন্ডাস্ট্রির কয়েকজন কাছের বন্ধু এবং দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরু প্রদেশে এক হল সিড কিয়ারার চার হাত। দুপুরের লগ্নে ভারতীয় রীতি মেনেই গাঁটছড়া বেঁধেছেন তারকা যুগল।
View this post on Instagram
সাদা ঘোড়ায় চেপে বিয়ে করতে এসেছিলেন সিদ্ধার্থ (Sidharth Malhotra)। নিজের স্বপ্ন সুন্দরীকে (Kiara Advani) সারা জীবনের মত নিজের করে নিলেন আজ।
View this post on Instagram
রাজস্থানের (Rajasthan) জয়সলমীরে সূর্যগড় দুর্গ (Suryagarh Palace) সেজে উঠেছিল তারকা যুগলের বিয়ের জন্যে। রাজস্থান সাক্ষী থাকল বলিউডের আরও এক রাজকীয় বিয়ের।
View this post on Instagram
বিয়ের পর নব দম্পতির নতুন ঠিকানা হতে চলছে জুহু মুম্বইয়ের (Juhu, Mumbai) এক বিলাসবহুল বাংলো। জানা যাচ্ছে, সিদ্ধার্থ এবং কিয়ারার (Sidharth and Kiara) ওই বাংলো সাজিয়ে তুলবেন শাহরুখ খানের (Shah Rukh Khan) পত্নী গৌরি খান (Gauri Khan)। যে বাংলোর আনুমানিক মূল্য প্রায় ৭০ কোটি টাকা।