টিকালো নাক, ভাঙা গাল, যাকে বলে টোনড ফেস। এই ছবি পোস্ট করে ট্রোলড অভিনেত্রী শ্রুতি হাসান (Shruti Haasan)। নিজের একটি পুরনো ছবির সঙ্গে প্লাষ্টিক সার্জারি করার পরের ছবিটা কোলাজ করে ইনস্টাগ্রামে পোস্ট করতেই সমালোচনার ঝড় আছড়ে পড়ল তাঁর প্রোফাইলে। 'রোগা', 'রুগ্ণ' বলে মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। তবে এই সমস্ত মন্তব্যে একটুও গা না ভাসিয়ে রুখে দাঁড়ান তিনি।
সমালোচক নেটিজেনদের রীতিমতো মুখ বন্ধ করে দেন শ্রুতি। তিনি লেখেন, সদ্য ঠোঁট ও নাকের প্লাষ্টিক সার্জারি করেছেন। "আমার জীবন আমি বুঝব কী করব। হ্যাঁ, আমি প্লাস্টিক সার্জারি করেছি। এর জন্য আমি একটুও লজ্জিত নই। এটা আমার জীবন, আমার মুখ। আমি প্লাস্টিক সার্জারির বিজ্ঞাপনও করিনি, না আমি করতে বারণ করেছি। আমি এভাবেই বাঁচতে চাই।" আরও পড়ুন, বিবাহবিচ্ছেদের মামলা দায়ের সেলেব দম্পতির
তিনি আগে মোটাছিলেন , এখন একদম রোগ হয়ে গেছেন এই ধরণের মন্তব্যে তিনি বলেন, শারীরিক পরিবর্তন, হরমোন পরিবর্তন এরকম অনেক কিছুই মহিলাদের সঙ্গে হয়। প্লাষ্টিক সার্জারির করানোর সময় প্রচন্ড কষ্ট হয়। কিন্তু আমি নিজেকে ভালোবাসি। তাই নিজেকে যেভাবে দেখতে ভালোবাসি সেভাবেই নিজেকে গড়ে নিয়েছি। নেটিজেনরা তাঁর ছবিতে লেখেন,'মনে হয় বুড়ি হয়ে গেছে','বাবাগো, কী রোগা'।এই মন্তব্যে জব্দ হয়ে মুখে কুলুপ আঁটেন।