দেশজুড়ে চলছে দশ দিনব্যাপী গণেশ পুজো (Ganesh Utsav 2020)। মহারাষ্ট্রে জাঁকজমকভাবে আয়োজিত হয় গণেশ চতুর্থী। করোনা মহামারীর কারণে এবছর ভাঁটা পড়েছে উৎসবের আনন্দে। বি-টাউনে এসেছে একের পর দুঃসংবাদ। সমস্ত দুঃখ-কষ্টকে সরিয়ে রেখে গণেশ পুজোকে কেন্দ্র করে বি-টাউন উৎসবের আয়োজনে মেতেছে। ছোটো করে হলেও বলিউড সেলেবদের ঘরে এসেছে গণপতি। সলমন খান থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর, শিল্প শেট্টি সকলকেই দেখা গেছে গণেশ উৎসবের আনন্দে মাততে।
গণেশ চতুর্থীর একদিন পর থেকেই শুরু হয়ে যায় বিসর্জন। গণেশ পুজোর পর আজ বিসর্জনে মাততে দেখা গেল অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা (Shilpa Shetty Kundra), স্বামী রাজ কুন্দ্রা ও ছেলে ভিয়ানকে। শিল্পা শেট্টির পুরো পরিবারকেই খুশিতে বিহ্বল হতে দেখা যায়। পরিবারের সকলকেই দেখা যায় হলুদ পোশাকে। তবে নজর কেড়েছেন শিল্পা। ঢোলের তালে নাচতে নাচতে বাপ্পাকে বিসর্জন জানান তাঁরা।
View this post on Instagram
View this post on Instagram
অন্যদিকে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকেও (Shraddha Kapoor) দেখা যায় গণেশ বিসর্জনের আয়োজন করতে। সাধারণ কুর্তা-পাজামাতেই দেখা যায় তাঁকে। গত কয়েক বছর থেকেই ইকো-ফ্রেন্ডলি গণেশের প্রচলন শুরু হয়েছে। তাই শিল্পা শেট্টির মতো তাঁকেও বাড়িতে বানানো ট্যাঙ্কেই গণেশ বিসর্জন দিতে দেখা যায়। এবছর করোনার কারণে সমুদ্রে বিসর্জনেও রয়েছে একাধিক নিষেধাজ্ঞা। তাই বাড়ির গণেশকে বাড়িতেই বিসর্জন দিচ্ছে নগরবাসী।