Shanaya Kapoor, Ananya Panday (Photo Credit: Shanaya Kapoor, Ananya Panday/Instagram)

মুম্বই, ৪ সেপ্টেম্বর: ধর্মা প্রোডাকশনের হাত ধরে বলিউডে পা রাখবেন শানায়া কাপুর (Shanaya Kapoor)৷ বেশ কিছুদিন ধরে এমন খবর প্রাকশ্যে আসছে৷ করণ জোহরের (Karan Johar)  প্রোডাকশনের হাত ধরে বলিউডে (Bollywood) পা রাখলেও, তার আগে একটি বিজ্ঞাপনে মুখ দেখান শানায় কাপুর৷

যে বিজ্ঞাপনে শানায়া কাপুরকে দেখতেই সমালোচনা শুরু হয়ে যায়৷ এমনকী, শানায়া কাপুরের অভিনয়, তিনি যেভাবে কথা বলছেন, তাতে তাঁকে অনন্যা পান্ডের 'কার্বন কপি' বলে অনেকে কটাক্ষ করতে শুরু করেন৷ শানায় কাপুরকে দেখে অনন্যা পান্ডের 'কপিক্যাট' বলে অনেকে কটাক্ষ শুরু করেন৷ যদিও শানায়ার তরফে এ বিষয়ে এখনও কোনও পালটা মন্তব্য করা হয়নি৷

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন: Kareena Kapoor khan: জেহ-কে আনলেন প্রকাশ্যে, ২ সন্তানকে নিয়ে ভাইরাল করিনার ভিডিয়ো

প্রসঙ্গত চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে (Ananya Panday) যখন বলিউডে পা রাখেন, তাঁকে নিয়ে বিস্তর সমালোচনা শুরু হয়৷ অনন্যার বন্ধু শানায়া কাপুরকে দেখেও নেটিজেনদের একাংশে জোরদার সমালোচনা শুরু করে দেন৷