মুম্বই, ৭ জুন: শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটলেন শমিতা শেট্টি (Shamita Shetty) এবং রাকেশ বাপাত (Raqesh Bapat ) । এমনই একটি খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। শমিতা শেট্টির মায়ের সঙ্গে কিংবা শিল্পার সঙ্গে বেশ কয়েকবার পারিবারিক নৈশভোজে দেখা যায় রাকেশ বাপাতকে। বিগ বস ওটিটির পর থেকে রাকেশ বাপাত এবং শমিতা শেট্টির সম্পর্কের খবর জোর চর্চা শুরু। পেজ থ্রির শিরোনামে থাকা এই জুটি হঠাৎ করে কেন নিজেদের সম্পর্ক ভাঙলেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
প্রসঙ্গত এর আগেও একবার শমিতা শেট্টি এবং রাকেশ বাপাতের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ছড়ায়। তবে পরে তা অস্বীকার করেন শিল্পা শেট্টির বোন শমিতা।
আরও পড়ুন: Shilpa Shetty: 'সোলমেট' শিল্পার জন্মদিনে ভালবাসা জানিয়ে ট্যুইটারে ফিরলেন রাজ
এমনকী, তাঁদের সম্পর্কে আগের মতই আছে বলেও মন্তব্য করেন শমিতা শেট্টি। তারপর এবার ফের শমিতা, রাকেশের বিচ্ছেদ নিয়ে সরগরম পেজ থ্রির পাতা।