Jersey Shoot: চণ্ডীগড়ে কৃষক আন্দোলনের জের, বন্ধ শাহিদ কাপুর অভিনীত জার্সি ছবির শুটিং
শাহিদ কাপুর ও ম্রুনাল ঠাকুর (Photo Credits: Instagram)

তেলুগু ছবি “জার্সি”-র হিন্দি রিমেক হচ্ছে। অভিনেতা নানির জায়গায় হিন্দিতে অভিনয় করছেন শাহিদ কাপুর (Shahid Kapoor)। শাহিদের নায়িকা হয়েছেন ম্রুনাল ঠাকুর। ছবির পরিচালক গৌতম তিন্নানউরি। শাহিদ অনেকদিন হল চণ্ডীগড়ে পৌঁছে গিয়েছেন। তবে জার্সি টিমের সঙ্গে যোগ দিতে সম্প্রতি শহরে পৌঁছেছেন ম্রুনাল ঠাকুর। শোনা যাচ্ছে আজ কৃষকদের ডাকা ভারত বনধের কারণে শুটিং স্থগিত রেখেছে ছবির প্রযোজনা সংস্থা। কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতায় মূলত উত্তর ভারতে চলছে জোরতার কৃষক আন্দোলন। পাঞ্জাব ও হরিয়ানার পরিস্থিতি থমথমে। এসব দেখেশুনেই শহরে অভিনেতা অভিনেত্রীরা পৌঁছে গেলও জার্সির শুটিং বন্ধ রাখা হয়েছে।

জানা গিয়েছে, ছবি নির্মাতারাই বুঝেছিলেন এই পরিস্থিতিতে চণ্ডীগড়ে শুটিং চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই গোটা টিম তাদের পরিকল্পনা দ্রুত বদলে ফেলে গত সপ্তাহেই দেরাদুন চলে গেছে। আগামী কয়েকদিন উত্তরাখণ্ডের রাজধানীতে শুটিং সারবে টিম জার্সি। সেখানেই রয়েছেন শাহিদ কাপুর ও ম্রুনাল ঠাকুর। ওদিকের শুটিং সম্পন্ন হওয়ার পরেই গোটা টিম চণ্ডীগড়ে ফিরবে বাকি কাজ শেষ করার জন্য। চণ্ডীগড়ে তিনদিনের শুটিং আপাতত বাকি রইল। তবে শুটিংয়ের লোকেশন বদ নিয়ে কোনও অফিশিয়াল বিবৃতি দেয়নি টিম জার্সি। আরও পড়ুন-Joe Biden: জো বিডেনের নয়া সিদ্ধান্ত, প্রাক্তন জেনারেল লয়েড অস্টিন হচ্ছেন মার্কিন প্রতিরক্ষা সচিব

গত সেপ্টেম্বরে তিনটি নতুন কৃষি আইনের প্রবর্তন হয়েছে। এর পরেই আন্দোলন শুরু করেছেন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও দিল্লির কৃষকরা। বিক্ষোবু্ধ কৃষকরা আইন প্রত্যাহারের দাবিতে গত ২ সপ্তাহ ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে চলেছেন। আজ সকাল ১১টা থেকে বিকেল তিনটে পর্যন্ত কৃষকদের ডাকে দেশজুড়ে বনধ চলছে। তবে ভারত বন্ধেও জরুরি পরিষেবা চালু থাকবে।