মুম্বই, ১৫ অগাস্টঃ জওয়ানের (Jawan) দুর্দান্ত সাফল্যের পর প্রেস কনফারেন্স না করে পারলেন না কিং খান (Shah Rukh Khan)। শুক্রবার মুম্বইয়ের (Mumbai) আয়োজিত হয়েছিল বিশাল সাংবাদিক বৈঠক। মাইক হাতে মঞ্চে শাহরুখকে দেখে দর্শক আসন থেকে উচ্ছ্বাসের ঝড় উঠছে কয়েক মুহূর্ত পরে পরেই। এদিন জওয়ান সাফল্যের সিংহভাগ কৃতিত্বই ছবির কলাকুশলীদের দিলেন অভিনেতা। চার বছর ধরে চলা এই ছবির কাজের জন্যে ঘর বাড়ি ছেলে দক্ষিণী কলাকুশলীরা পড়ে ছিলেন মুম্বইয়ে (Mumbai)। সেই সমস্ত পরিশ্রমের পরিণতিই হয়ত আজ জওয়ানকে আকাশচুম্বী সাফাল্য এনে দিয়েছে। কলাকুশলীদের পাশাপাশি নিজের সহ অভিনেতা অভিনেত্রীদের প্রশংসাও করলেন মন খুলে। দীপিকা পাড়ুকোন (Deepika Paduone), বিজয় সেতুপতি (Vijay Sethupathi), সুনীল গ্রোভারদের নামও শোনা গেল তার মুখে।
শুনুন কী বললেন শাহরুখ...
#WATCH | Mumbai | Superstar Shah Rukh Khan addresses the media after the success of #Jawan
"...Of course, it's a celebration...Very seldom do we get an opportunity to live with a film for years. Jawan has been in the making for four years - because of COVID and time constraints.… pic.twitter.com/1pNpHzMofr
— ANI (@ANI) September 15, 2023
মুক্তির আট দিনের মাথায় জওয়ান দেশজুড়ে হিন্দি ভাষায় ব্যবসা করেছে ৩৪৭ কোটি টাকা। তামিল এবং তেলেগু ভাষা থেকে ব্যবসা করেছে ৪৩ কোটি টাকা। সারা বিশ্বে শাহরুখ খানের ম্যাজিক চলেছে দেখার মত। দেশ বিদেশের সমস্ত প্রেক্ষাগৃহ মিলিয়ে জওয়ানের ব্যবসা ৬৬০ কোটি আট দিনে। শীঘ্রই ৭০০ কোটির ঘরে পা রাখতে চলেছে 'বিক্রম রাঠর'।