Shah Rukh Khan-David Beckham: মুম্বই ছাড়ার আগে ডেভিড বেকহ্যামের জন্যে মন্নতে বিশেষ নৈশভোজ, শাহরুখের একান্ত পার্টিতে ছিলেন সলমন, আলিয়ারাও
Shah Rukh Khan, David Beckham (Photo Credits: X)

মুম্বই, ১৭ নভেম্বরঃ কিংবদন্তি প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম (David Beckham) তিনদিনের ভারত সফরে এসেছিলেন। উদ্দেশ্য ছিল ভারত বনাম নিউজিল্যান্ডের খেলা দেখা। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চ থেকে ভারত সফর শুরু করেছিলেন ইংল্যান্ডের এই বিশ্বখ্যাত ফুটবলার। ভারত সফরে এসে ভারতীয় তারকা থেকে শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani) দেখা করেছেন অনেকের সঙ্গে। ডেভিডের জন্য়ে রিলায়েন্স ইন্ড্রাস্টির কর্ণধার মুকেশ আম্বানি তাঁর মুম্বইয়ের বাসভবন আন্টিলিয়াতে বিশেষ অতিথি আপ্যায়নের আয়োজন করেছিলেন। আজ শুক্রবার সকাল সকালই মুম্বই ছেড়েছেন ডেভিড। তবে শহর ছাড়ার আগে শাহরুখ খানের (Shah Rukh Khan) মন্নতে (Mannat) নৈশভোজের আমন্ত্রনে যান ইংল্যান্ড ফুটবলার। বৃহস্পতিবার রাতে মন্নতে ঢোকার মুখে ক্যামেরাবন্দি হন ডেভিড (David Beckham)। জানা যাচ্ছে, মন্নতে আয়োজিত এই একান্ত ব্যক্তিগত পার্টিতে ডেভিডের পাশাপাশি সলমন খান (Salman Khan), আলিয়া ভাট (Alia Bhatt), করণ জোহারের (Karan Johar) মত ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুদেরও আমন্ত্রণ করেছিলেন কিং খান (Shah Rukh Khan)।

মন্নতে ঢুকছেন ডেভিড... 

এছাড়া বুধবার রাতে বলি অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor) এবং স্বামী আনন্দ আহুজার বাড়িতে আয়োজিত হয়েছিল দিওয়ালি পার্টি। বলি তারকাদের পাশাপাশি অতিথি তালিকায় ছিলেন কিংবদন্তি প্রাক্তন ফুটবলারও। তারকাদের মেলায় নৈশভোজের মধ্যমণি ছিলেন ডেভিড বেকহ্যাম। সোনমের পার্টিতে উপস্থিত ছিলেন অনিল কাপুর, শাহিদ কাপুর, মীরা কাপুর, করিশমা কাপুর, মালাইকা আরোরা, অর্জুন কাপুরের সহ আরও ইন্ডাস্ট্রির আরও অনেকে।