মুম্বই, ৯ জানুয়ারিঃ ইব্রাহীম কাদ্রি (Ibrahim Qadri) সোশ্যাল মিডিয়ায় তাঁর রয়েছে কয়েক লক্ষ ফলোয়ার। আর থাকবে নাই বা কেন! সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসর ছাড়াও তাঁর আরও একটি পরিচয় রয়েছে। বলিউড বাদশা শাহরুখ খানের ‘হমশকল’ তিনি (Shah Rukh Khan Lookalike)। চোখ, নাক, দাঁড়ি, হাঁটার ভঙ্গি কোথাও কোন অমিল নেই। এক্কেবারে অবিকল শাহরুখ খান (Shah Rukh Khan)। বাদশার ছবির একাধিক গানে রিল বানাতে দেখা গিয়েছে তাঁকে। সদ্য মুক্তি পাওয়া 'বেশরম রং' (Besharam Rang), 'ঝুমে জো পাঠান' (Jhoome Jo Pathaan) হোক কিংবা 'হাওয়ায়ে' (Hawayei) প্রিয় তারকার সব গানেই সে অত্যন্ত সাবলীল।
দেখুন তাঁর ভিডিয়োঃ
বেশরম রং
View this post on Instagram
ঝুমে জো পাঠানঃ
View this post on Instagram
হাওয়ায়েঃ
View this post on Instagram