Shah Rukh Khan, Mahnoor Baloch (Photo Credit: Instagram)

মুম্বই, ৭ জুলাই: এবার শাহরুখ খানকে (Shah Rukh Khan) নিয়ে মন্তব্য করে ফের বিতর্ক তৈরি করলেন পাকিস্তানি অভিনেত্রী মাহনুর বালোচ (Mahnoor Baloch) । পাক অভিনেত্রীর দাবি, শাহরুখ খান মোটেই সুন্দর নন। শুধু তাই নয়, শাহরুখ অভিনয়ের কিছুই জানেন না বলেও মন্তব্য করেন মাহনুর। তবে শাহরুখ একজন ভাল ব্যবসায়ী। নিজেকে কীভাবে প্রচারের মাঝে রাখতে হবে, নিজের ছবি কীভাবে ব্যবসা করবে, তা খুব ভালভাবে শাহরুখ জানেন বলেও মন্তব্য করেন পাকিস্তানের অভিনেত্রী মাহনুর। শাহরুখ সম্পর্কে তিনি যা বলছেন, তাতে হয় অভিনেতার ভক্তরা আপত্তি জানাতে পারেন কিন্তু তাতে তাঁর কিছু যায় আসেন না বলেও মন্তব্য করতে শোনা যায় পাক অভিনেত্রীকে।

পাক অভিনেত্রীর কথায়, শাহরুখ খান একজন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। তবে সৌন্দর্য বা অভিনয় দক্ষতার মাপকাঠিতে তাঁর মান উন্নত নয়। তবে শাহরুখ খানের যে ব্যক্তিত্ব রয়েছে, তার  জেরেই তিনি উজ্জ্বল বলেও মন্তব্য করেন মাহনুর বালোচ।